ঢাকা, রবিবার ১৯ মে ২০২৪, ০৫:৫৬ পূর্বাহ্ন
করোনার কারণে শোলাকিয়ায় এবারও হচ্ছে না ঈদ জামাত
Reporter Name

কিশোরগঞ্জের ঐতিহাসিক শোলাকিয়া ঈদগাহ মাঠে ১৯৪তম ঈদুল ফিতরের জামাত এবারও অনুষ্ঠিত হচ্ছে না। করোনার অতিমারির কারণে এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

প্রাণঘাতী ভাইরাস প্রতিরোধে সরকারি নির্দেশনা অনুযায়ী এবার ঈদের নামাজ মসজিদে পড়ার নির্দেশনা দেওয়া হয়েছে।

এসব বিষয় বিবেচনায় নিয়ে রোববার শোলাকিয়া ঈদগাহ মাঠ কমিটির এক জুম মিটিং জেলা প্রশাসক ও কমিটির সভাপতি মোহাম্মদ শামীম আলমের সভাপতিত্বে অনুষ্ঠিত হয়। সভায় কমিটির সদস্যরা অংশগ্রহণ করেন। বক্তব্য দেন জেলা পরিষদের চেয়ারম্যান অ্যাডভোকেট জিল্লুর রহমান, সিভিল সার্জন মুজিবুর রহমান, অতিরিক্ত পুলিশ সুপার মিজানুর রহমান, কমিটির সদস্য সচিব ও সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা আবদুল কাদির মিয়া, সাংবাদিক মোস্তফা কামাল প্রমুখ।

সভায় বক্তারা বলেন, করোনার বর্তমান পরিস্থিতিতে জামাত অনুষ্ঠান করা হবে একটি আত্মঘাতী সিদ্ধান্ত। তা ছাড়া বর্তমানে দেশে ভারতীয় ভেরিয়েন্ট পাওয়া গেছে। পরে উপস্থিত সবার মতামত নিয়ে শোলাকিয়া মাঠে এবার ঈদের জামাত বাতিল করা হয়।

2 responses to “করোনার কারণে শোলাকিয়ায় এবারও হচ্ছে না ঈদ জামাত”

  1. … [Trackback]

    […] Read More Information here on that Topic: doinikdak.com/news/14594 […]

  2. … [Trackback]

    […] Find More Information here on that Topic: doinikdak.com/news/14594 […]

Leave a Reply

Your email address will not be published.

x