পেয়ার আহাম্মদ চৌধুরীঃ- ফেনীর পরশুরামে বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনী কুমিল্লা রেঞ্জ এর নিদেশনায় ফেনী জেলা কমান্ড্যান্ট এর সার্বিক সহযোগিতায় আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর মহাপরিচালক এর পক্ষ থেকে আসন্ন ঈদুল ফিতর উপলক্ষে অসহায় দুঃস্থ হত-দরিদ্র আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনী সদস্য- সদস্যার মাঝে ঈদ উপহার সামগ্রী বিতরন করা হয়েছে।
রবিবার (৯ মে) উপজেলা চত্বরে এই সব ঈদ শুভেচ্ছা উপহার সামগ্রী বিতরন করা হয়।
এসব ঈদ উপহার সামগ্রী বিতরণ করেন পরশুরাম উপজেলা পরিষদ চেয়ারম্যান কামাল উদ্দিন মজুমদার, উপজেলা নির্বাহী অফিসার পিয়াংকা দত্ত, উপজেলা পরিষদ এর ভাইস-চেয়ারম্যান ইনামুল করিম মজুমদার বাদল।
এছাড়াও উপস্থিত ছিলেন উপজেলা আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর ভারপ্রাপ্ত কর্মকর্তা রাবেয়া সুলতানা স্বপ্না, উপজেলা প্রশিক্ষক ভিক্টর বসাক,উপজেলা কোম্পানী কমান্ডার কাজী ফজলুর রহমান মোল্লা।
অতিথি বৃন্দ তাদের বক্তব্যে বলেন, আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনী দেশ ও জনগনের সেবায় নিরলসভাবে কাজ করে যাচ্ছে।
প্রাণঘাতী করোনা ভাইরাস প্রতিরোধে করনীয় সম্পর্কে দেশের প্রত্যন্ত অঞ্চলের তৃণমূল পর্যায়ের জনগনের মাঝে ব্যাপক জনসচেতনতা সৃষ্টি এবং স্বাস্থ্য বিধি যথাযথ ভাবে মেনে চলতে আনসার ও ভিডিপির সদস্যরা জীবনের ঝুকি নিয়ে কাজ করে যাচ্ছে।