কুমিল্লায় নূরুল ইসলাম মিয়াজী (৫০) নামে অবসরপ্রাপ্ত এক বিজিবি সদস্যের ঝুলন্ত লাশ উদ্ধার করেছে পুলিশ। শনিবার দুপুরে জেলার সদর দক্ষিণ উপজেলার কোটবাড়ি গন্ধমতি এলাকার কাজী ভিলা থেকে নিহতের লাশ উদ্ধার করা হয়।
নিহত নূরুল ইসলাম জেলার দাউদকান্দি উপজেলার সুন্দলপুর মিয়াজী বাড়ির আদম মিয়াজীর ছেলে। তিনি কোটবাড়ির ওই বাড়িতে ভাড়া বাসায় থাকতেন বলে জানা গেছে।
পুলিশের ধারণা, নানান কলহের জের ধরে ওই বিজিবি সদস্য গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করে থাকতে পারেন। তবে এর পেছনে কোনো রহস্য আছে কিনা সেটা খতিয়ে দেখছে পুলিশ।
সদর দক্ষিণ মডেল থানার কোটবাড়ি পুলিশ ফাঁড়ির এসআই নাজমুল হুদা জানান, নিহতের লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য কুমিল্লা মেডিকেল কলেজ (কুমেক) হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। তবে ঘটনার পেছনে কোনো রহস্য আছে কিনা তা তদন্ত করে দেখা হচ্ছে।