ঢাকা, সোমবার ১০ মার্চ ২০২৫, ০২:৫৬ অপরাহ্ন
এই প্রথম মৌলভীবাজারে সুবিধা বঞ্চিত শিশুদের জন্য বিনামূল্যে ঈদ বাজার
Reporter Name

রংধনুর সাতরং মানুষের সেবার লক্ষ্যে অলাভজনক প্রতিষ্ঠানটি গড়ে ওঠে 2012 সালে মৌলভীবাজার জেলায়। বিভিন্ন সেবামূলক কার্যক্রম এর মধ্যে কাজ করছে ওরা সুবিধাবঞ্চিত শিশুদের অধিকার নিয়ে।

এই প্রথম মৌলভীবাজার শহরের সুবিধা বঞ্চিত শিশুদের জন্য বিনামূল্যে ঈদ বাজার

ব্যতিক্রমী এই এই উদ্যোগ টি নিয়েছে রংধনুর সাতরং মৌলভীবাজার

করোনায় নিম্নবিত্ত মানুষগুলো খুব কষ্টে চলছে।। এই ঈদে সন্তান কে কিনে দিতে পারছে না নতুন জামা। হয়তো তাদের সন্তানরা পুরাতন জামা পরেই ঈদের আনন্দের দিনটা কাটাবে।।

এ বিষয়ে রংধনুর সাতরং এর নির্বাহী পরিচালক “নাসির আহমেদ উজ্জল” বলেন আমরা এই সুবিধা বঞ্চিত শিশুদের মুখে হাসি ফোটানোর জন্য এবং ঈদের আনন্দ দ্বিগুণ করে তোলার জন্য স্বাস্থ্য বিধি মেনে বানাতে যাচ্ছি অস্থায়ী ঈদ বাজার। যেখানে শিশুরা নিজেদের পছন্দের জামাটি বিনামূল্যে নিতে পারবে।

চলছে রংধনুর সাতরং এ এই ঈদ বাজারের প্রস্তুতি। আগামী রবিবার 9 মে শুরু হবে ঈদ বাজার।।

#আপনিও অংশীদার হতে পারেন এই কাজে

যোগাযোগ: রংধনুর সাতরং 01717 533499

x