ঢাকা, রবিবার ১৫ ডিসেম্বর ২০২৪, ০৪:৪৮ পূর্বাহ্ন
করোনার সময়েও মোংলা বন্দরে ১০ মাসে জাহাজ আগমনের রেকর্ড
Reporter Name

জাহিদ রানা,মোংলা বাগেরহাট প্রতিনিধিঃ চলমান উন্নয়ন প্রকল্পগুলো দ্রুত বাস্তবায়নের কারনে ভিশন- ২০২১ লক্ষ্যমাত্রা অর্জন করতে যাচ্ছে দেশের দ্বিতীয় বৃহত্তম সমুদ্র বন্দর মোংলা।

২০২১ সালে মোংলা বন্দর কর্তৃপক্ষের টার্গেট ছিল ১ হাজার বাণিজ্যিক জাহাজ বন্দরে আসবে এবং সেই লক্ষ্যমাত্রা অনেকটাই পূরণ হওয়ার পথে। বন্দর কর্তৃপক্ষের আশা আগামী জুন মাস নাগাদ বন্দরে ১ হাজার জাহাজ আগমনের রেকর্ড ছাড়িয়ে যাবে।

বন্দরের হারবার বিভাগ সুত্রে জানা গেছে, ২০২০-২০২১ অর্থবছরের প্রথম ছয় মাসে বন্দরে জাহাজ এসেছে ৫১৯টি। ২০২১ সালের জানুয়ারীতে বন্দরে জাহাজ এসেছে ৯৮ টি, ফেব্রুয়ারীতে ৮৫ টি, মার্চে ৭০ টি এবং এপ্রিলে ৮৬ টি। সবমিলিয়ে চলতি অর্থবছরের প্রথম ১০ মাসে মোংলা বন্দরে জাহাজ আগমনের সংখ্যা দাঁড়িয়েছে ৮৫৮ টিতে। আশা করা যায় আগামী জুনে ১ হাজার জাহাজ আগমনের রেকর্ড ছাড়িয়ে যাবে।

মোংলা বন্দর কর্তৃপক্ষের চেয়ারম্যান রিয়ার এডমিরাল মোহাম্মদ মুসা বলেন,

মোংলা বন্দরের উন্নয়নে বর্তমানে একাধিক প্রকল্প চলমান রয়েছে। আমরা ইতিমধ্যে আউটার বার ড্রেজিং সম্পন্ন করেছি এবং ৭৯৩ কোটি ৫০ লাখ টাকা ব্যয়ে গত মার্চ মাসের ১৩ তারিখ থেকে ইনারবারে ড্রেজিং কার্যক্রম শুরু হয়েছে। প্রকল্পটি বাস্তবায়ন হলে বন্দরে কন্টেইনার জাহাজসহ অন্যান্য জাহাজগুলো তুলনামুলকভাবে বৃদ্ধি পাবে।

বর্তমানে যে কয়টি উন্নয়ন প্রকল্প চালু রয়েছে তা দ্রুত সময়ের মধ্যে শেষ করা হবে বলেও জানান বন্দর চেয়ারম্যান।

2 responses to “করোনার সময়েও মোংলা বন্দরে ১০ মাসে জাহাজ আগমনের রেকর্ড”

  1. … [Trackback]

    […] There you can find 15559 more Information on that Topic: doinikdak.com/news/13783 […]

  2. … [Trackback]

    […] Find More on on that Topic: doinikdak.com/news/13783 […]

Leave a Reply

Your email address will not be published.