মোঃরুহুল আমিন,শরীয়তপুর প্রতিনিধিঃ করোনার কারণে কর্মহীন হয়ে পড়া তিন হাজার হতদরিদ্র পরিবারের মাঝে নগদ অর্থ, খাদ্য সামগ্রী ও শাড়ি-লুঙ্গী বিতরণ করেছেন সংরক্ষিত মহিলা আসনের সংসদ সদস্য পারভিন হক সিকদার। ৭ মে শুক্রবার সকালে ভেদরগঞ্জ উপজেলা পরিষদের সামনে থেকে এ কার্যক্রমের উদ্বোধন করেন উপজেলা নির্বাহী অফিসার তানভীর আল নাসিফ।
এসমন পারভীন হক সিকদারের পক্ষ থেকে উপস্থিত ছিলেন ন্যাশনাল ব্যাংকের শরীয়তপুর জেলার রিজওনাল ম্যানেজার সেকেন্দার আলী ফকির, রামভদ্রপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান বিপ্লব সিকদার, ন্যাশনাল ব্যাংক ভেদরগঞ্জ শাখার ব্যবস্থাপক মোঃ আকরাম হোসেন, শেখ রাসেল জাতীয় শিশু কিশোর পরিষদের শরীয়তপুর জেলা শাখার সভাপতি সজল সিকদার প্রমূখ।
পরে ভেদরগঞ্জ, ডামুড্যা, গোসাইরহাট উপজেলার সুবিধাবঞ্চিত মানুষের মাঝে এই ত্রাণ সামগ্রী বিতরণ করা হয়েছে।
ত্রাণ সামগ্রীর মধ্যে ছিল চাল, আটা, চিনি, সেমাই, তৈল, সাবান, লবন, আলু, পেঁয়াজ, লুঙ্গি-শাড়ি, জায়নামাজ, ১ হাজার করে নগদ টাকা। এবং এ বিতরণের কার্যক্রম অব্যহত থাকবে।