ব্রিটিশ বিরুদী আন্দোলনের অগ্রদূত, উপমহাদেশের প্রতিটি হক সিলসিলার শীরতাজ শহীদে বালাকুট হযরত সায়্যিদ আহমদ শহীদ বেরলভি (র) এর শাহাদাৎ বার্ষিকীকে স্মরণ করে ছিন্নমূল মানুষের মাঝে ইফতার বিতরণ করেছে সামাজিক সংগঠন প্রদীপ্ত মৌলভীবাজার।
গতকাল ৬ মে বিকেলে মৌলভীবাজার শহরের বিভিন্ন পয়েন্ট এবং মসজিদের সামনে পথচারী রোজাদারদের মাঝে এই ইফতারি বিতরণ করেন প্রদীপ্ত মৌলভীবাজারের নেতৃবৃন্দ।
এসময় উপস্থিত ছিলেন প্রদীপ্ত মৌলভীবাজারের সভাপতি এম এ রাজ্জাক, সাধারণ সম্পাদক রাজন আহমদ, সংগঠনের দায়িত্বশীল এমদাদুল হক সুমন, আলী আকবর, হাফিজ জামাল আহমদ, ময়নুল মাহমুদ, আলী রাব্বি রতন এবং কামরুল ইসলাম শাহান প্রমূখ।