ঢাকা, বৃহস্পতিবার ০৮ জুন ২০২৩, ০৫:১৮ অপরাহ্ন
ভারত ফেরত ছয় পাসপোর্টধারী ওসমানীতে কোয়ারেন্টিনে
Reporter Name

আবুল কাশেম রুমন,সিলেট: ভারত থেকে বাংলাদেশে আসা ছয় পাসপোর্টধারীকে সিলেট ওসমানী মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। তারা সেখানে ১৪দিনে কোয়ারেন্টিনে থাকছেন।

চিকিৎসা নিতে তারা ভারতে গিয়েছিলেন। সোমবার ভারত থেকে ফেরার পর তাদের ওসমানীতে পাঠানো হয় বলে জানান ওসমানী মেডিক্যাল কলেজ হাসপাতালের উপপরিচালক ডা. হিমাংশু লাল রায়।

মঙ্গলবার তিনি এ তথ্য নিশ্চিত করে বলেন, সোমবার ভারত থেকে ফেরার পর ছয় বাংলাদেশি নাগরিককে হাসপাতালের স্ব স্ব ইউনিটে রাখা হয়েছে। এখানে ১৪ দিনের কোয়ারেন্টিন শেষে তারা বাড়ি ফিরবেন।তিনি বলেন, প্রাথমিক অবস্থায় তাদের স্বাস্থ্য পরীক্ষা করা হবে। এরপর কোয়ারিন্টেনের মেয়াদ পূর্ণ হওয়ার পর আবারো স্বাস্থ্য পরীক্ষা করা হবে।

সংশ্লিষ্টরা জানান, করোনার নতুন ভ্যারিয়েশনের কারণে ভারতের অবস্থা খুবই ভয়াবহ। এ কারণে সিলেটের ছয়টি স্থলবন্দরে সতর্ক থাকার নির্দেশনা দেওয়া হয়েছে। ভারত থেকে আটকে পড়া কোনো বাংলাদেশি নাগরিক স্থলবন্দর দিয়ে ফিরলে তাকে ১৪ দিন কোয়ারেন্টিনে থাকতে হবে।

Leave a Reply

Your email address will not be published.

x