ঢাকা, সোমবার ০৯ সেপ্টেম্বর ২০২৪, ০৯:৫২ অপরাহ্ন
নাটোরে ন্যায্য মূল্যে জেলা প্রশাসনের তরমুজ বিক্রি
Reporter Name

অমর ডি কস্তা, নাটোর প্রতিনিধিঃ নাটোরে ন্যায্য মূল্যে কৃষকদের কাছ থেকে কিনে তরমুজ বিক্রি করছে জেলা প্রশাসন। রোববার সকাল সাড়ে ১০ টায় আনুষ্ঠানিকভাবে তরমুজ বিক্রির উদ্বোধন করেন জেলা প্রশাসক মোঃ শাহরিয়াজ। এ উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে বক্তব্য রাখেন নাটোরের পুলিশ সুপার লিটন কুমার সাহা, কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপ-পরিচালক সুব্রত কুমার সরকার ,নাটোর পৌরসভার মেয়র উমা চৌধুরী জলি।

এসময় বক্তারা বলেন, রমজানের এই মাসে যাতে সুলভ মূল্যে ক্রেতারা তরমুজ কিনে ইফতারীতে খেতে পারেন এই কারণে জেলা প্রশাসনের পক্ষ থেকে এ উদ্যোগ নেয়া হয়েছে। কৃষকদের কাছ থেকে সরাসরি তরমুজ কিনে কোন মধ্যস্বত্ব ব্যক্তির মাধ্যমে না দিয়ে সরাসরি প্রশাসনের পক্ষ থেকেই তরমুজ বিক্রি করা হচ্ছে।  উদ্বোধনের পরপরই অসংখ্য মানুষ ভিড় করে তরমুজ কিনতে দেখা যায়। দুপুরেও দেখা যায় লাইন দিয়ে মানুষ তরমুজ কিনছেন।

উল্লেখ্য পুলিশ সুপারের বেধে দেয়া দাম অনুযায়ী  ৬ কেজির উপরে তরমুজ ৪৫ টাকা কেজি দরে বিক্রি হচ্ছে। কিন্তু আজ থেকে ক্রেতারা জেলা প্রশাসনের এই তরমুজ বিক্রি বিপনি কেন্দ্রে ৬ কেজি থেকে ১০/১২ কেজি ওজনের তরমুজ ৪০ টাকা কেজি দরে কিনতে পারবেন। জেলা প্রশাসনের পক্ষ থেকে তরমুজ বিক্রি সাগ্রীকভাবে তদারকি করছেন নির্বাহী ম্যাজিস্ট্রেট শরীফ শাওন ।

Leave a Reply

Your email address will not be published.

x