ঢাকা, বুধবার ১১ সেপ্টেম্বর ২০২৪, ০৫:১২ পূর্বাহ্ন
বাংলাদেশে ডিজিটাল ইকোনমি গড়ে তোলার আহ্বান প্রযুক্তি প্রতিমন্ত্রীর
Reporter Name

তারুণ্যের মেধা এবং প্রযুক্তির শক্তিকে কাজে লাগিয়ে ডিজিটাল ইকোনমি গড়ে তোলার আহ্বান জানিয়েছেন তথ্য ও যোগাযোগ প্রযুক্তি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক।

দেশের তরুণদের উদ্দেশে তিনি বলেন, সরকার দেশে উদ্যোক্তা-সংস্কৃতি গড়ে তুলতে প্রশিক্ষণ ও অর্থায়নসহ বিভিন্ন সুযোগ-সুবিধা প্রদান করছে।

শনিবার (১ মে) আইসশ্যালের সুযোগ প্ল্যাটফর্মের উদ্বোধন উপলক্ষে প্রধান অতিথির বক্তৃতায় অনলাইনে যুক্ত হয়ে প্রতিমন্ত্রী এসব কথা বলেন।

জুনাইদ আহমেদ পলক বলেন, ‘সরকার তারুণ্যের শক্তিকে কাজে লাগিয়ে নতুন কর্মসংস্থানের ক্ষেত্রে ডিজিটাল ইকোনমি গড়ে তোলার ক্ষেত্রে গুরুত্বপূর্ণ অবদান রাখবে। দেশের ৬৪টি জেলায় শেখ কামাল আইটি ট্রেনিং অ্যান্ড ইনকিউবেশন সেন্টার প্রতিষ্ঠা করা হচ্ছে। এর মাধ্যমে এসএসসি এবং এইচএসসি পাস শিক্ষার্থীরা প্রশিক্ষণ গ্রহণ করে নিজেদের মেধাকে কাজে লাগিয়ে উদ্যোক্তা হিসেবে নতুন নতুন কর্মসংস্থান সৃষ্টির সুযোগ পাবে।

আইসিটি বিভাগ সবসময়ই অংশীদারত্বে বিশ্বাস করে উল্লেখ করে প্রতিমন্ত্রী বলেন, প্রাইভেট-পাবলিক পার্টনারশিপের ভিত্তিতে আমরা নতুন নতুন উদ্যোগকে সফল করতে চাই। তিনি বলেন, ২০২১ সালে এসে দেশের সাড়ে ১১ কোটি জনগণ ইন্টারনেট সুবিধা পাচ্ছে। এর মাধ্যমে প্রত্যন্ত অঞ্চলে বসেও উৎপাদিত পণ্য ক্রয়-বিক্রয় করতে পারছে। তরুণদের জন্য শ্রমবাজারে নতুন কর্মসংস্থান সৃষ্টির ক্ষেত্রে আইসশ্যালের ‘সুযোগ’ ডিজিটাল প্ল্যাটফর্ম নতুন সম্ভাবনার দ্বার উন্মোচন করতে চলেছে।

অনুষ্ঠানে আরও বক্তব্য দেন বাংলাদেশ ব্যাংকের পরিচালক আফতাবুল ইসলাম, ব্যাংক এশিয়ার ম্যানেজিং ডিরেক্টর আরফান আলী, বিআইডিএসের সিনিয়র রিসার্চ ফেলো ড. নাজনীন আহমেদ।

4 responses to “বাংলাদেশে ডিজিটাল ইকোনমি গড়ে তোলার আহ্বান প্রযুক্তি প্রতিমন্ত্রীর”

  1. … [Trackback]

    […] Find More Information here on that Topic: doinikdak.com/news/11912 […]

  2. … [Trackback]

    […] Information on that Topic: doinikdak.com/news/11912 […]

  3. Apartheid says:

    … [Trackback]

    […] Find More Info here to that Topic: doinikdak.com/news/11912 […]

  4. … [Trackback]

    […] Find More to that Topic: doinikdak.com/news/11912 […]

Leave a Reply

Your email address will not be published.

x