কুরিয়ার সার্ভিসের মাধ্যমে খেলনা গাড়িতে কৌশলে ইয়াবা বরিশালে এনে গ্রহণের সময় প্রায় পাঁচ হাজার ইয়াবাসহ ৩ জনকে গ্রেফতার করেছে নগর গোয়েন্দা পুলিশ।
বৃহস্পতিবার সন্ধ্যায় নগরীর বাংলাবাজারস্থ কুরিয়ার সার্ভিস এসএ পরিবহণের সামনে থেকে অভিযুক্তদের গ্রেফতার করা হয়।
গ্রেপ্তার ব্যক্তিরা হলেন- নগরীর কাউনিয়া থানার চরবাড়িয়া ইউনিয়নের সজল খান, ঝালকাঠির নলছিটির শামীম হাওলাদার ও সজলের স্ত্রী এ্যানি আক্তার লামিয়া।
গোয়েন্দা পুলিশ সূত্র জানায়, নগর গোয়েন্দা পুলিশের এসআই সুজিত গোমস্তার নেতৃত্বে একটি দল এসএ পরিবহণের সামনে থেকে খেলনা সাইকেলসহ দুই যুবককে গ্রেফতার করে। এসময় খেলনা সাইকেলের ভেতর থেকে তিন হাজার ৮৫০ পিস ইয়াবা উদ্ধার করা হয়।
রাতে গ্রেফতারদের ব্যাপক জিজ্ঞাসাবাদ করলে সজলের দেওয়া তথ্যে আরো এক হাজার ইয়াবাসহ তার স্ত্রীকে ঝালকাঠির নলছিটির দপদপিয়া ইউনিয়ন থেকে গ্রেফতার করা হয়।
এসআই সুজিত গোমস্তা জানান, চক্রটি বিভিন্ন কৌশল অবলম্বন করে দেশের বিভিন্ন স্থান থেকে ইয়াবা এনে বরিশালের জেলাগুলোতে সরবরাহ করতো। এ ঘটনায় গ্রেফতার তিন জনের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে কোতয়ালি মডেল থানায় একটি মামলা দায়ের হয়েছে বলে জানান তিনি।
… [Trackback]
[…] Find More to that Topic: doinikdak.com/news/11356 […]
… [Trackback]
[…] Here you can find 43669 more Info to that Topic: doinikdak.com/news/11356 […]