ঢাকা, বৃহস্পতিবার ১৩ মার্চ ২০২৫, ০৬:৫৩ অপরাহ্ন
পবিত্র ঈদ উল ফিতর উপলক্ষে নাটোরে মহিলা এমপির ঈদ সামগ্রিক বিতরণ
Reporter Name

অমর ডি কস্তা, নাটোর প্রতিনিধিঃ পবিত্র ঈদ-উল-ফিতর-২০২১ উপলক্ষে প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার পক্ষ থেকে গরীব, অসহায়দের মাঝে ঈদ সামগ্রিক বিতরণ করা হয়েছে।

বৃহস্পতিবার সকাল ১০টার দিকে নলডাঙ্গা উপজেলার পাটুল পশ্চিমপাড়া এলাকায় বাংলাদেশ মহিলা আওয়ামী লীগ, নাটোর জেলা শাখার আয়োজনে এই ঈদ সামগ্রিক বিতরণ করেন নাটোর-নওগাঁ সংরক্ষিত মহিলা আসনের সংসদ সদস্য রত্না আহমেদ।

বিতরণ কৃত প্রতিটি খাদ্য সামগ্রীর প্যাকেটে রয়েছে পোলাও চাল, চিনি, সেমাই, গুড়া দুধ, সাবান, ভাতের চাল, মশুর ডাল এবং সয়াবিন তেল। এসময় অন্যদের মধ্যে উপস্থিত  ছিলেন জেলা মহিলা আওয়ামী লীগের  সাধারণ সম্পাদক বিউটি আহমেদ সহ স্থানীয় আওয়ামী লীগের ও মহিলা আওয়ামী লীগের নেতৃবৃন্দ।

x