ঢাকা,রবিবার ০৪ জুলাই ২০২১, ০২:৩৫ অপরাহ্ন
আবারও রিমান্ডে হেফাজত নেতা আতাউল্লাহ ও ইহতেশামুল
দৈনিক ডাক অনলাইন ডেস্ক

হেফাজতে ইসলামের সদ্য বিলুপ্ত কমিটির সহকারী মহাসচিব ও খেলাফত মজলিসের নেতা মাওলানা আতাউল্লাহ আমীন এবং ঢাকা মহানগরের সহদপ্তর সম্পাদক ও ইসলামী ছাত্রসমাজের সেক্রেটারি মাওলানা ইহতেশামুল হক সাখীকে আবার রিমান্ডে পাঠিয়েছেন আদালত।

রাজধানীর পল্টন ও মতিঝিল থানার পৃথক দুই মামলায় বুধবার ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট বাকী বিল্লাহ এই রিমান্ড আদেশ দেন।

এর আগে ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতে আতাউল্লাহ আমীনকে হাজির করে গ্রেফতার দেখানোসহ ১৭ দিনের রিমান্ডের আবেদন করেন পৃথক ওই দুই মামলার দুই তদন্ত কর্মকর্তা।এর মধ্যে মতিঝিল থানার মামলায় দশ দিন এবং পল্টন থানার মামলায় ৭ দিন। শুনানি শেষে তাকে দুই মামলায় তিন দিন করে মোট ৬ দিনের রিমান্ড মঞ্জুর করেন বিচারক।

অন্যদিকে পল্টন থানার মামলায় ইহতেশামুলকে গ্রেফতার দেখানোসহ তাকে ৭ দিনের রিমান্ডে চেয়ে আবেদন করে পল্টন থানা পুলিশ।শুনানি শেষে বিচারক এই মামলায় তাকে গ্রেফতার দেখানোর আবেদন মঞ্জুর করে দুই দিন রিমান্ডে নেওয়ার আদেশ দেন।

গত ২২ এপ্রিল রাজধানী থেকে হেফাজতের এই দুই নেতাকে গ্রেফ্তার করে পুলিশ ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *