মৌলভীবাজার জেলার জুড়ী উপজেলায় বজ্রপাতে ২ চা শ্রমিকের মৃত্যু হয়েছে। বুধবার সকালে উপজেলার ফুলতলা চা বাগানে এ ঘটনা ঘটে।
নিহতরা হলেন- বাগান শ্রমিক শ্যামল ভূমিজের মেয়ে ললিতা ভূমিজ (১৩) ও নন্দ ভূমিজের ছেলে রমণ ভূমিজ (২৬)। বিষয়টি নিশ্চিত করেছেন ফুলতলা ইউনিয়নের প্যানেল চেয়ারম্যান মাহবুব আলম রওশন।
জানা গেছে, সকাল ৯টায় চা শ্রমিক ললিতা ও প্রতিবেশী রমণ বৃষ্টির সময় কাজে যাবেন বলে ঘরের বারান্দায় অপেক্ষা করছিলেন। এ সময় প্রচণ্ড ব্রজপাত হয়। এতে তারা দুজন মারাত্মক আহত হন। পরে স্বজনরা তাদের উদ্ধার করে জুড়ী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখানে কর্তব্যরত চিকিৎসক তাদের মৃত ঘোষণা করেন।
থানার অফিসার ইনচার্জ সঞ্চয় চক্রবর্তী জানান, নিহতদের পরিবারের সম্মতিতে স্বাভাবিক প্রক্রিয়ায় লাশ দুইটির অন্ত্যেষ্টিক্রিয়া সম্পন্ন হয়েছে