ঢাকা, রবিবার ১৯ মে ২০২৪, ১১:৩৬ পূর্বাহ্ন
হরতাল নয়, নতুন কর্মসূচি দিল হেফাজতে ইসলাম
Reporter Name

হেফাজতে ইসলামের ডাকা সকাল-সন্ধ্যা হরতাল বাড়ানো হচ্ছে না বলে জানিয়েছেন দলটির ভারপ্রাপ্ত মহাসচিব মাওলানা নুরুল ইসলাম জিহাদী। আজ রোববার পল্টনে এক সংবাদ সম্মেলনে এসব কথা বলেন তিনি।
হেফাজতে মহাসচিব বলেন, ‘সোমবার দোয়া মাহফিল ও শুক্রবার (২ এপ্রিল) বিক্ষোভ কর্মসূচি পালন করা হবে। হেফাজতে ইসলাম মোদির আগমন প্রত্যাহার করার জন্য কর্মসূচি দিয়েছিল। কিন্তু মোদির আগমনের দিন হেফাজতের কোনো কর্মসূচি ছিল না।’
মাওলানা নুরুল ইসলাম জিহাদী বলেন, ‘হেলমেট বাহিনী দ্বীনের শত্রু, ইসলামের শত্রু। তারা কেউ হেফাজতের নয়। যারা কালেমা জানে বিশ্বাস করে তারা অন্তত বিজেপিকে ভালবাসতে পারে না।’
হেফাজতে ইসলামের হরতাল সর্বাত্মকভাবে পালন করার জন্য দেশবাসীকে ধন্যবাদ জানিয়ে তিনি বলেন, ‘হেফাজতের ভবিষ্যত কর্মসূচি শান্তিপূর্ণভাবে পালন করা হবে। প্রকৃত দোষীদের খুঁজে বের করে শাস্তির আওতায় আনতে হবে। আহতের ক্ষতিপূরণ দিতে হবে। আটকদের অবিলম্বে মুক্তি দিতে হবে।’
‘বিশৃঙ্খলা সৃষ্টি হোক আমরা চাই না। সরকার দলীয় লোক বাড়ি বাড়ি হামলার হুমকি দিচ্ছে। ২/১ দিনের মধ্যে দাবি মানা না হলে আমিরে হেফাজত বাবুনগরীসহ শীর্ষস্থানীয় নেতারা বসে কঠোর কর্মসূচির ঘোষণা দেবেন’, যোগ করেন মাওলানা নুরুল ইসলাম জিহাদী। নিউজ সোর্সঃ হরতাল নয়, নতুন কর্মসূচি দিল হেফাজত

One response to “হরতাল নয়, নতুন কর্মসূচি দিল হেফাজতে ইসলাম”

  1. xrIhdEld says:

    best price cialis Unfortunately doing this is what makes my leg cramps worse im going to try the bar of soap and see if it helps

Leave a Reply

Your email address will not be published.

x