ঢাকা, শনিবার ২৭ এপ্রিল ২০২৪, ১০:৪৬ অপরাহ্ন
মৌলভীবাজারে বিচ্ছিন্নভাবে পালিত হচ্ছে হেফাজতের হরতাল
Reporter Name

মো: কামাল উদ্দীন মৌলভীবাজার : রোববার (২৮ মার্চ) দুপুরে মৌলভীবাজার সদর উপজেলার কনকপুর এলাকায় কয়েক ঘণ্টা মৌলভীবাজার-সিলেট সড়কে যান চলাচল বন্ধ থাকে। পরে সেখানে অবস্থান নেয় পুলিশ।রোববার সকালে জুগিডহর এলাকায় হরতালের সমর্থনে আগুন জ্বালিয়ে সড়ক অবরোধ করেছে হেফাজতেইসলামের কর্মীরা|

হেফাজতে ইসলাম মৌলভীবাজার জেলা শাখার নেতৃত্বে দুপুর ২.২০ মিনিটের সময় শহরের শাহ মোস্তফা সড়কে বিক্ষুভ মিছিল অনুষ্ঠিত হয়। এবং শহরের কুসুমবাগ পয়েন্টসহ বিভিন্ন পয়েন্টে বিক্ষুভ সমাবেশ করে।

কুলাউড়া উপজেলায় হাজিপুর ইউনিয়নের কটারকোনা বাজার এলাকায় পাল্টাপাল্টি ধাওয়া ও সংঘর্ষের ঘটনা ঘটে। ও কমলগঞ্জ উপজেলার মুন্সীবাজারে হেফাজত কর্মীদের প্রিকেটিং করতে দেখা যায়। মৌলভীবাজার থেকে শ্রীমঙ্গল সড়ক অবরোধ করেন জামেয়া শেখবাড়ি মাদ্রাসারশিক্ষার্থীরা।

জানা যায়, কটারকোনা বাজার এলাকায় হেফাজতের নেতাকর্মীরা হরতালের মিছিল নিয়ে বের হতে চাইলে পুলিশ
বাধা দেয়। একপর্যায়ে পুলিশকে উদ্দেশ করে তারা ইটপাটকেল নিক্ষেপ করেন। পুলিশও আত্মরক্ষায় ফাঁকা গুলি
ছুড়ে পরিস্থিতি শান্ত করে।

পুলিশ সুপার মোহাম্মদ জাকারিয়া জানান, মৌলভীবাজারের সার্বিক পরিস্থিতি শান্ত রয়েছে। কুলাউড়ায় কিছু
লোক জড়ো হ‌ওয়ার চেষ্টা করেছিল পরে পুলিশ অবস্থা নেয়। জেলায় অতিরিক্ত ৪৫০ পুলিশ সদস্য মোতায়েন করা
হয়েছে, যান চলাচল স্বাভাবিক রয়েছে।

Leave a Reply

Your email address will not be published.

x