ঢাকা, সোমবার ০৬ মে ২০২৪, ০৫:৩৭ অপরাহ্ন
ঈদ-উল-ফিতরের নামাজের বিষয়ে নির্দেশনা জারি
Reporter Name

আসন্ন ঈদ-উল-ফিতরে নামাজের জামায়াত আদায় সংক্রান্ত নির্দেশনা দিয়েছে ধর্ম বিষয়ক মন্ত্রণালয়।

বিশ্বব্যাপী প্রাণঘাতি করোনাভাইরাস ভয়াবহ মহামারী আকার ধারণ করার প্রেক্ষিতে যথাযথ সুরক্ষা নিশ্চিত করতে এবিষয়ে নির্দেশনা দেয়া হয়েছে।

মন্ত্রণালয় থেকে বলা হয়, বর্তমানে সারাবিশ্বসহ আমাদের দেশে করোনাভাইরাস সংক্রমণ পরিস্থিতিজনিত কারণে মুসল্লিদের জীবন ঝুঁকি বিবেচনা করে এ বছর ঈদগাহ বা খোলা জায়গার পরিবর্তে ঈদের নামাজের জামায়াত নিকটস্থ মসজিদে আদায় করার জন্য অনুরোধ করা হলো। প্রয়োজনে একই মসজিদে একাধিক জামায়াত অনুষ্ঠিত করা যাবে। ঈদের নামাজের জামায়াতের সময় মসজিদে কার্পেট বিছানো যাবে না। নামাজের পূর্বে সম্পুর্ণ মসজিদ জীবাণুনাশক দ্বারা পরিষ্কার করতে হবে। মুসল্লিগণ প্রত্যেকে নিজ নিজ দায়িত্বে জায়নামাজ নিয়ে আসতে পারবেন।

নির্দেশনায় আরো বলা হয়, করোনাভাইরাস সংক্রমণরোধ নিশ্চিতকল্পে মসজিদে ওযুর স্থানে সাবান/হ্যান্ড স্যানিটাইজার রাখতে হবে। মসজিদের প্রবেশদ্বারে হ্যান্ড স্যানিটাইজার/হাত ধোয়ার ব্যবস্থাসহ সাবান-পানি রাখতে হবে; প্রত্যেকে নিজ নিজ বাসা থেকে ওযু করে মসজিদে আসতে হবে এবং ওযু করার সময় কমপক্ষে ২০ সেকেন্ড সময় নিয়ে সাবান দিয়ে হাত ধুতে হবে; ঈদের নামাজের জামায়াতে আগত মুসল্লীকে অবশ্যই মাস্ক পরে মসজিদে আসতে হবে। মসজিদে সংরক্ষিত জায়নামাজ ও টুপি ব্যবহার করা যাবে না। ঈদের নামাজ আদায়ের সময় কাতারে দাড়ানোর ক্ষেত্রে অবশ্যই সামাজিক দূরত্ব ও স্বাস্থ্য বিধি অনুসরণ করতে হবে।

নির্দেশনায় আরো বলা হয়, শিশু, বয়োবৃদ্ধ, যে কোন অসুস্থ ব্যক্তি এবং অসুস্থদের সেবায় নিয়োজিত ব্যক্তি ঈদের নামাজের জামাতে অংশগ্রহণ করতে পারবেন না; সর্বসাধারণের সুরক্ষা নিশ্চিতকল্পে, স্বাস্থ্য সেবা বিভাগ, স্থানীয় প্রশাসন এবং আইন শৃঙ্খলা নিয়ন্ত্রণকারী বাহিনীর নির্দেশনা অবশ্যই প্রতিপালন করতে হবে; করোনাভাইরাস সংক্রমন রোধ নিশ্চিতকল্পে মসজিদে জামাত শেষে কোলাকুলি এবং পরস্পর হাত মেলানো পরিহার করার জন্য অনুরোধ করা যাচ্ছে।

উল্লিখিত নির্দেশনা লংঘন করা হলে স্থানীয় প্রশাসন ও আইন শৃঙ্খলা নিয়ন্ত্রণকারী বাহিনী সংশ্লিষ্ট দায়িত্বশীলদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ করবে বলে জানানো হয় বিজ্ঞপ্তিতে।

 

3 responses to “ঈদ-উল-ফিতরের নামাজের বিষয়ে নির্দেশনা জারি”

  1. uniccshop says:

    … [Trackback]

    […] Read More on that Topic: doinikdak.com/news/9842 […]

  2. Our site says:

    … [Trackback]

    […] Here you will find 93312 additional Info to that Topic: doinikdak.com/news/9842 […]

  3. … [Trackback]

    […] Find More to that Topic: doinikdak.com/news/9842 […]

Leave a Reply

Your email address will not be published.

x