পরে আরেক ওপেনার মার্টিন গাপটিলকেও ফেরান নাসুম। কঠিন কন্ডিশনে শুরুর দুই উইকেট নিয়ে বাংলাদেশের সফল বোলার এ স্পিনারই। ৪ ওভারে দেন ৩০ রান। শেষ ওভারে আরেকটি উইকেট পেতে পারতেন। ডেভিড কনওয়ের ক্যাচ শরিফুল তালুবন্দি করলেও তার পা লেগে যায় সীমানা দড়িতে
বোলিংয়ে নাসুমের বিপরীত চিত্র শরিফুলের বেলায়। হ্যামিল্টনে টি-টুয়েন্টি অভিষেকে নিউজিল্যান্ড ব্যাটসম্যানদের সমীহ আদায় করে নিতে পারেননি ১৯ বর্ষী পেসার। ৩ ওভারে দেন ৩৬ রান।
১১.৪ ওভারে নিউজিল্যান্ড তোলে ১০০ রান। এ প্রতিবেদন লেখা পর্যন্ত স্বাগতিকদের সংগ্রহ ১৫ ওভারে ২ উইকেটে ১৩৩ রান। ডেভিড কনওয়ে ৫৩ ও উইলি ইয়ং ৪০ রানে ব্যাট করছেন।