নিউজিল্যান্ডে টানা তিন ওয়ানডেতে টস হেরেছেন তামিম ইকবাল। টি-টুয়েন্টি সিরিজের শুরুতে মাহমুদউল্লাহ রিয়াদের কয়েন ভাগ্যও হাসল না। বাংলাদেশ অধিনায়ক মাইক্রোফোনের সামনে যেটা বললেন, টস জিতলে বোলিংই নিতে। কিউই অধিনায়ক টিম সাউদিও শুরুতে বোলিংয়েই আমন্ত্রণ জানিয়েছেন টাইগারদের।
রোববার হ্যামিল্টনে তিন টি-টুয়েন্টির সিরিজের প্রথমটিতে নিউজিল্যান্ডের বিপক্ষে দুজনকে অভিষেক করিয়ে নেমেছে বাংলাদেশ। ২৬ বছর বয়সী বাঁহাতি অর্থোডক্স স্পিনার নাসুম আহমেদ ও ১৯ বছর বয়সী ৬ ফুট ৩ ইঞ্চি উচ্চতার বাঁহাতি পেসার শরিফুল ইসলামের অভিষেক হল লাল-সবুজ জার্সিতে।
অভিজ্ঞ মুশফিকুর রহিম খেলতে পারছেন না কাঁধের চোটে। একাদশে এসেছেন স্পিন অলরাউন্ডার আফিফ হোসেন।
ওয়ানডে সিরিজ খেলে ফিরে আসা তামিম ইকবালের জায়গায় খেলছেন নাঈম শেখ। পেসে নবীন শরিফুলের সঙ্গে থাকবেন মোস্তাফিজুর রহমান ও অলরাউন্ডার মোহাম্মদ সাইফউদ্দিন।
তিন ওয়ানডের সিরিজে বাজে ব্যাটিং-ফিল্ডিংয়ে হোয়াইটওয়াশ হওয়া সফরকারীরা নিউজিল্যান্ডের মাটিতে সব ফরম্যাট মিলিয়ে ২৯ ম্যাচ খেলে এখনও জয়হীন।
বাংলাদেশ একাদশ: লিটন দাস, নাঈম শেখ, সৌম্য সরকার, মোহাম্মদ মিঠুন, মাহমুদউল্লাহ রিয়াদ (অধিনায়ক), আফিফ হোসেন, মোহাম্মদ সাইফউদ্দিন, মেহেদী হাসান, নাসুম আহমেদ, মোস্তাফিজুর রহমান, শরিফুল ইসলাম। নিউজ সোর্সঃ শরিফুল-নাসুমের অভিষেক, চোটে নেই মুশফিক, শুরুতে বোলিং