ঢাকা, শনিবার ২৭ এপ্রিল ২০২৪, ০১:৪০ পূর্বাহ্ন
আগামী ৩ মাসে করোনা ভ্যাকসিন রপ্তানির নিশ্চয়তা নেই: সেরাম
Reporter Name

গত মাসের শেষদিকে বিদেশে করোনাভাইরাসের ভ্যাকসিন রপ্তানি স্থগিত করে ভারত সরকার। এখন দেশটির ভ্যাকসিন উৎপাদনকারী প্রতিষ্ঠান সেরাম ইনস্টিটিউট জানিয়েছে, আগামী তিন মাসের মধ্যে এই পরিস্থিতি পরিবর্তনের সম্ভাবনা নেই। বুধবার এনডিটিভিকে দেয়া এক সাক্ষাৎকারে এ কথা বলেন সেরামের প্রধান নির্বাহী আদর পুনেওয়ালা।

তিনি বলেন, আপাতত ভ্যাকসিন রপ্তানির কোনো নিশ্চয়তা নেই। আমরা মনে করছি, এমন সংক্রমণের সময়ে আগামী দুই মাসের মধ্যে আমাদের রপ্তানির দিকে তাকানো উচিত হবে না। জুন-জুলাইয়ে আমরা আবারও সামান্য পরিমাণে ভ্যাকসিন রপ্তানি শুরু করতে পারি। তবে এই মুহূর্তে আমরা ভারতকেই অগ্রাধিকার দেব।

এদিকে সরকারি সাহায্য নিয়ে ভ্যাকসিন উৎপাদন বৃদ্ধি করতে যাচ্ছে সেরাম। পুনেওয়ালা বলেন, আমরা শুনেছি তিন হাজার কোটি রুপি মঞ্জুর হয়েছে।

আমরা বিশ্বাস করি, এটি শিগগিরই আমাদের হাতে এসে পৌঁছাবে। তবে আমরা এই অর্থের জন্য অপেক্ষা করিনি, উৎপাদন বাড়াতে ব্যাংক থেকে ঋণ নিয়েছি। আশা করছি, এই সপ্তাহেই সরকার থেকে আমাদের কাছে ওই অর্থ পৌঁছাবে।

2 responses to “আগামী ৩ মাসে করোনা ভ্যাকসিন রপ্তানির নিশ্চয়তা নেই: সেরাম”

  1. … [Trackback]

    […] Find More on that Topic: doinikdak.com/news/8349 […]

  2. … [Trackback]

    […] Here you can find 28966 more Information to that Topic: doinikdak.com/news/8349 […]

Leave a Reply

Your email address will not be published.

x