ঢাকা, শুক্রবার ২৬ এপ্রিল ২০২৪, ১০:১৭ পূর্বাহ্ন
১০১ বলে ৯০ রানে আউট তামিম ইকবাল
Reporter Name

আগের বলেই বিশ্ব ফার্নান্দোকে দারুণ এক কভার ড্রাইভে বাউন্ডারি মেরেছিলেন তামিম ইকবাল। নিজের সংগ্রহটাকে নিয়ে গিয়েছিলেন নব্বইয়ের ঘরে। কিন্তু পরের বলেই ফার্নান্দোর অফ স্টাম্পের বাইরের বলটিকে তাড়া করতে গিয়ে আউট তামিম। যারা তাঁর একটি টেস্ট সেঞ্চুরির আশায় বুক বেঁধেছিলেন, তাদের নড়েচড়ে বসারই সুযোগ দিলেন না তামিম। ১০১ বলে ৯০ রানের ইনিংসটি তো দারুণ এক সম্ভাবনার অপমৃত্যুই।

নিজের ইনিংসটি বড় করতে পারেননি তামিম। তবে বাংলাদেশের ইনিংসের ভিতটা নাজমুল হোসেনকে সঙ্গে নিয়ে ঠিকই গড়ে দিয়েছেন তিনি। টসে জিতে ব্যাটিংয়ে নেমে দলীয় ৮ রানে ওপেনিং-সঙ্গী সাইফ হাসানকে হারানোর পর যে ধাক্কাটা বাংলাদেশে শরীরে লাগার কথা ছিল, সেটি লাগতে দেননি তামিম আর নাজমুল। ২২৫ বলে ১৪৪ রানের জুটিতে কেবল ধাক্কা সামলানোই ছিল না, ছিল লঙ্কান বোলারদের চোখে চোখ রেখে পাল্টা আঘাতের হুমকিও। তামিমের প্রায় ওয়ানডে স্টাইলেই খেলেছেন। কিন্তু সেই স্টাইলে সত্যিকার অর্থেই ঝুঁকির লেশমাত্র ছিল না। ১০১ বলের ইনিংসে তামিম বাউন্ডারি মেরেছেন ১৫টি। এখানে দেখার বিষয় তামিমের স্ট্রাইকরেট—৮৯.১০! দারুণ এই ইনিংসে আফসোসটা রয়ে গেল কেবল তাঁর সেঞ্চুরি না পাওয়াটাই।

2 responses to “১০১ বলে ৯০ রানে আউট তামিম ইকবাল”

  1. … [Trackback]

    […] Read More on on that Topic: doinikdak.com/news/8203 […]

  2. … [Trackback]

    […] Here you can find 89902 more Info on that Topic: doinikdak.com/news/8203 […]

Leave a Reply

Your email address will not be published.

x