ঢাকা, শনিবার ০৪ মে ২০২৪, ০৪:৩৩ অপরাহ্ন
মোল্লাহাটে হেফাজতের হামলায় ওসিসহ ৩ পুলিশ আহত
Reporter Name

বাগেরহাটের  মোল্লাহাটে পুলিশের ওপর হামলা চালিয়েছেন হেফাজতে ইসলামের কর্মীরা। হামলায় থানার ভারপ্রাপ্ত কর্মকর্তাসহ (ওসি) তিন পুলিশ সদস্য আহত হয়েছেন

সোমবার (১৯ এপ্রিল) বেলা ১১টার দিকে মোল্লাহাট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স মোড়ে এ ঘটনা ঘটে।

আহত তিনজন হলেন মোল্লাহাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কাজী গোলাম কবির, উপপরিদর্শক (এসআই) ঠাকুর দাস ও সহকারী উপপরিদর্শক (এএসআই) বাহারুল।

পুলিশ ও স্থানীয়রা জানায়, মামুনুল হকের গ্রেপ্তারের প্রতিবাদে হেফাজতে ইসলামের কর্মী-সমর্থকরা সকাল সাড়ে ১০টার দিকে হাসপাতাল মোড়ে জড়ো হয়ে মিছিলের প্রস্তুতি নিচ্ছিলেন। খবর পেয়ে ওসিসহ পুলিশের একটি দল ঘটনাস্থলে পৌঁছে তাদের ছত্রভঙ্গ করে দেয়। এরপর হেফাজত কর্মীরা পুলিশের ওপর ইট-পাটকেল নিক্ষেপ শুরু করে।

বাগেরহাটের অতিরিক্ত পুলিশ সুপার (অপরাধ ও প্রশাসন) মীর মো. শাফিন মাহমুদ গণমাধ্যমকে জানান, সকাল সাড়ে ১০টার দিকে হেফাজতে ইসলামের কর্মী-সমর্থকেরা এখানে একটি মিছিল করার চেষ্টা করছিল। পুলিশ দ্রুত সেখানে গিয়ে তাদের ছত্রভঙ্গ করে দেয়। সে সময় তারা পুলিশকে লক্ষ্য করে ইট-পাটকেল নিক্ষেপ করে। এতে ওসিসহ তিন পুলিশ সদস্য আহত হন।

এ ঘটনার পর ওই এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। বর্তমানে আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক আছে।

Leave a Reply

Your email address will not be published.

x