মাদ্রাসা শিক্ষকদের সর্ববৃহৎ একমাত্র সংগঠন বাংলাদেশ জমিয়তুল মোদাররেসিন মৌলভীবাজার জেলা শাখার উদ্দোগে আয়োজিত সাবেক জেলা জমিয়ত সভাপতি, মৌলভীবাজার টাউন কামিল মাদ্রাসার অবসরপ্রাপ্ত অধ্যক্ষ হাজার হাজার আলেম উলামগনের উস্তাজ “আল্লামা আব্দুল কাইয়ুম সিদ্দিকী রহঃ এর জীবন ও কর্মের উপর আলোচনা ও দোয়া মাহফিল” গতকাল ১৮ ই সেপ্টেম্বর বিকাল তিনটায় মৌলভীবাজার টাউন কামিল মাদ্রাসা হল রুমে জেলা সভাপতি মাওঃ মুফতি শামসুল ইসলাম এর সভাপতিত্বে এবং জেলা সেক্রটারী অধ্যক্ষ মাওঃ শফিকুর রহমান/জয়েন্ট সেক্রেটারী মাওঃ বশির আহমদের পরিচালনায় অনুষ্ঠিত হয়।
এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সংগঠনের কেন্দ্রীয় মহাসচিব অধ্যক্ষ মাওঃ সাব্বির আহমদ মোমতাজি,প্রধান আলোচক হিসাবে উপস্থিত ছিলেন সংগঠনের কেন্দ্রীয় সহ সভাপতি অধ্যক্ষ আল্লামা কমর উদ্দিন চৌধুরী ফুলতলী, বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন কেন্দ্রীয় সাংগটনিক সম্পাদক অধ্যক্ষ ময়নূল ইসলাম পারভেজ।
জেলার বিভিন্ন মাদ্রাসার অধ্যক্ষ,সুপার,শিক্ষক ও জেলা উপজেলার নেতৃবৃন্দ গুরুত্বপূর্ণ বক্তব্য রাখেন।
বক্তাগন আল্লামা আব্দুল কাইয়ুম সিদ্দিকী রহঃ স্মৃতি বিজড়িত মৌলভীবাজার টাউন কামিল মাদ্রাসা হলরুমে বক্তব্য দিতে গিয়ে আবেগপ্রবণ হয়ে পড়েন।তিনি যেমন ছিলেন দেশের বড় মাপের একজন আলেম প্রতিথযশা মোফাচ্ছির,তেমনী ছিলেন বহুগুণে গুনাম্বিত একজন একজন আধ্যাত্বিক ব্যক্তিত্ব ও ইলমে কেরাতের জন্য নিবেদিত প্রাণ।
Thank you for your sharing. I am worried that I lack creative ideas. It is your article that makes me full of hope. Thank you. But, I have a question, can you help me?