ঢাকা, মঙ্গলবার ৩০ এপ্রিল ২০২৪, ০৬:০৯ অপরাহ্ন
দেশে আসছে আরও এক কোটি ১০ লাখ করোনার টিকা
দৈনিক ডাক অনলাইন ডেস্ক

আগামী ১০ দিনের মধ্যে দেশে আসছে আরও এক কোটি ১০ লাখ ডোজ টিকা। এর মধ্যে কোভ্যাক্সের আওতায় ফাইজারের ভ্যাকসিন ৬০ লাখ ডোজ এবং সিনোফার্ম থেকে কেনা ৫০ লাখ ডোজ ভ্যাকসিন আসার কথা রয়েছে।

বুধবার রাজধানীর কেন্দ্রীয় ঔষধাগারে (সিএমএসডি) আয়োজিত এক অনুষ্ঠানে স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালক অধ্যাপক ডা. আবুল বাশার মোহাম্মদ খুরশীদ আলম এ তথ্য জানান।

তিনি বলেন, এই ভ্যাকসিনগুলো কোনো ক্যাম্পেইনে দেয়া হবে না। এগুলো আমাদের নিয়মিত ভ্যাকসিন কার্যক্রমে দেয়া হবে।

ডা. আবুল বাশার মোহাম্মদ খুরশীদ আলম বলেন, গণটিকা কার্যক্রমের দ্বিতীয় ডোজ আগামী ৭ সেপ্টেম্বর থেকে শুরু হবে। এই কয়দিনে আরও টিকা আসবে। দ্বিতীয় ডোজ শেষ করতে কোনো সমস্যা হবে না।

দেশে এখন পর্যন্ত টিকা এসেছে ৩ কোটি ১৭ লাখ ২৫ হাজার ১৬০ ডোজ। এরমধ্যে ২ কোটি ৪৭ লাখ ৪৪ হাজার ৩৫৮ ডোজ টিকা দেয়া হয়েছে।

অর্থাৎ এ মুহূর্তে ৬৯ লাখ ৮০ হাজার ৮০২ ডোজ টিকা মজুত আছে। এরমধ্যে প্রথম ডোজ দেয়া হয়েছে ১ কোটি ৭৫ লাখ ৪২ হাজার ৩৯৪ জনকে এবং দ্বিতীয় ডোজ পেয়েছেন ৭২ লাখ ১ হাজার ৯৬৪ জন।

Leave a Reply

Your email address will not be published.

x