ঢাকা, বৃহস্পতিবার ২০ মার্চ ২০২৫, ১২:৫৯ পূর্বাহ্ন
গত ২৪ ঘণ্টায় করোনায় সব রেকর্ড ভেঙ্গে মৃত্যু ৮৩ জনের
Reporter Name

গত ২৪ ঘণ্টায় দেশে করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে আরও ৮৩ জনের মৃত্যু হয়েছে।  সোমবার (১২ এপ্রিল) বিকেলে স্বাস্থ্য অধিদপ্তরের অতিরিক্ত মহাপরিচালক (পরিকল্পনা ও উন্নয়ন) অধ্যাপক ডা. মীরজাদী সেব্রিনা ফ্লোরা স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

নতুন শনাক্ত ৭ হাজার ২০১ জন। মোট শনাক্ত ৬ লাখ ৯১ হাজার ৯৫৭ জন। এখন পর্যন্ত ৯ হাজার ৮২২ জনের প্রাণহানির ঘটনা ঘটেছে।

স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য মতে, ২০২০ সালের ৮ মার্চ দেশে করোনা ভাইরাসের প্রথম রোগী শনাক্ত হয়। এর ১০ দিন পর ১৮ মার্চ করোনায় আক্রান্ত হয়ে প্রথম একজনের মৃত্যু হয়। এরপর ধীরে ধীরে আক্রান্তের হার বাড়তে থাকে।

 

x