আমিনুর রশিদ চৌধুরী রুমন-শ্রীমঙ্গল প্রতিনিধি::আজ (২৪ মার্চ) ২০২১ খ্রিঃ বুধবার শ্রীমঙ্গল মির্জাপুর ইউনিয়ন ছাত্রলীগের আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
শ্রীমঙ্গল মির্জাপুর ইউনিয়ন ছাত্রলীগের উদ্দ্যোগে আজ বুধবার বিকাল ৪ ঘটিকার সময় শ্রীমঙ্গল মির্জাপুর ইউনিয়ন পরিষদের সামনে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ১০১ জন্ম বার্ষিকী মুজিববর্ষ ও স্বাধীনতার সুবর্ণজয়ন্তী উদযাপনের লক্ষে অালোচনা সভা অনুষ্ঠিত হয়।
উক্ত অনুষ্ঠানে মির্জাপুর ইউনিয়ন ছাত্রলীগের যুগ্ম সাধারণ সম্পাদক মামুন হোসেন এর সঞ্চলনায় ও মির্জাপুর ইউনিয়ন ছাত্রলীগের সহ-সভাপতি শেখ সোয়াইব আলী এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শ্রীমঙ্গল উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক, মো.আকরাম খাঁন।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ১নং মির্জাপুর ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি, বাবু নানী গোপার রায়, ১নং মির্জাপুর ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক, বাবুল গাজী, শ্রীমঙ্গল উপজেলা যুবলীগের সাংগঠনিক সম্পাদক, আবু তালেব বাদশা, শ্রীমঙ্গল উপজেলা ছাত্রলীগের সভাপতি মো.মাসুদুর রহমান মসুদ, শ্রীমঙ্গল উপজেলা ছাত্রলীগের সহ-সভাপতি ইমতিয়াজ আহমেদ চৌধুরী ইমু, শ্রীমঙ্গল পৌর ছাত্রলীগের সাধারণ সম্পাদক, আবেদ হোসেন আবেদ, দৈনিক সন্ধ্যাবাণী শ্রীমঙ্গল প্রতিনিধি আমিনুর রশিদ চৌধুরী রুমন, শ্রীমঙ্গল উপজেলা ছাত্রলীগ নেতা আবুল কালাম আজাদ,আকাশ,নাহিদ,নাইম,সহ উপস্থিত ছিলেন শ্রীমঙ্গল মির্জাপুর ইউনিয়ন আওয়ামী লীগ, যুবলীগ, ছাত্রলীগ নেতৃবৃন্দ প্রমুখ।