ঢাকা, শুক্রবার ২১ মার্চ ২০২৫, ১২:৪৭ অপরাহ্ন
১১ আগস্ট থেকে ধাপে ধাপে চলমান কঠোর লকডাউন শিথিল হবে
দৈনিক ডাক অনলাইন ডেস্ক

১১ আগস্ট থেকে ধাপে ধাপে চলমান কঠোর বিধিনিষেধ শিথিল হয়ে জনজীবন স্বাভাবিক হবে বলে জানিয়েছেন জনপ্রশাসন প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন।

রোববার (৮ আগস্ট) দুপুরে সচিবালয়ে প্রতিমন্ত্রীর দফতরে সাংবাদিকদের এ কথা বলেন তিনি।

প্রতিমন্ত্রী বলেছেন, এ বিষয়ে প্রধানমন্ত্রী চূড়ান্ত সিদ্ধান্ত দেবেন। সোমবারের (৯ আগস্ট) মধ্যে এ বিষয়ে প্রজ্ঞাপন জারি করা হবে।

করোনার সংক্রমণ প্রতিরোধে চলমান কঠোর বিধিনিষেধের মেয়াদ ১০ আগস্ট পর্যন্ত বাড়িয়েছে সরকার। ১১ আগস্ট থেকে খুলবে দোকানপাট, শপিংমল; চলবে গণপরিবহন, খুলবে সব ধরনের সরকারি-বেসরকারি অফিস।

x