ঢাকা, বুধবার ০৮ মে ২০২৪, ০৩:০১ অপরাহ্ন
ছাতকে ১০টাকা কেজির চাল বিক্রি উদ্বোধন
Reporter Name

সেলিম মাহবুব::-ছাতকে খাদ্য বান্ধব কর্মসূচীর ১০ টাকা কেজির চাল বিক্রি শুরু করা হয়েছে। মঙ্গলবার সকালে উপজেলার ছাতক সদর ইউনিয়নে খাদ্যবান্ধব কর্মসূচীর চাল বিক্রি আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়। ইউনিয়নের ডিলার (একাংশের) গোলাপ মিয়ার দোকান থেকে কার্ডধারী সুবিধাভোগীদের মাঝে চাল বিক্রি শুরু করা হয়। ইউনিয়ন আওয়ামীলীগের সাধারন সম্পাদক নজমুল হোসেন সকালে তালিকাভুক্ত ৩ জন সুবিধাভোগীর হাতে চাল তুলে দিয়ে এর আনুষ্ঠানিক উদ্বোধন করেন। খাদ্য বান্ধব কর্মসূচির মাধ্যমে প্রতি মাসে এক জন সুবিধাভোগী ১০ টাকা দরে ৩০ কেজি চাল পাবেন। প্রতি সপ্তাহের ৩দিন সকাল ১০ টা হতে বিকাল ৫ টা পর্যন্ত চাল বিক্রয় কার্যক্রম চলবে। এসময় ইউনিয়ন আওয়ামীলীগের সাধারন সম্পাদক নজমুল হোসেন বলেন, নির্বাচনী ইশতেহারে জাতির জনক বঙ্গবন্ধুর সুযোগ্য কন্যা, আওয়ামীলীগ সভানেত্রী, প্রধানমন্ত্রী শেখ হাসিনা এ দেশের মানুষকে ১০ টাকা কেজি দরে চাল খাওয়ানোর প্রতিশ্রুতি দিয়েছিলেন। তিনি নির্বাচিত হয়ে সরকার গঠন করার পর থেকে এখন পর্যন্ত তার দেয়া প্রতিশ্রুতি পালন করে যাচ্ছেন।

Leave a Reply

Your email address will not be published.

x