আগামী ৫ আগস্টের পর লকডাউনের মেয়াদ বাড়ানো হবে কিনা তা পরিস্থিতি অনুযায়ী সিদ্ধান্ত নেয়া হবে বলে জনপ্রশাসন প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন জানিয়েছেন।
তিনি বলেন, “৫ আগস্টের পর লকডাউন নিয়ে কি সিদ্ধান্ত আসবে এ বিষয়ে এখনো প্রধানমন্ত্রীর কাছে থেকে নির্দশনা পাইনি। লকডাউন নিয়ে পরিস্থিতি অনুযায়ী সিদ্ধান্ত নেব আমরা।”
শনিবার ইউএনবিকে প্রতিমন্ত্রী বলেন, “প্রধানমন্ত্রী হয়ত ৩ অথবা ৪ আগস্টে নির্দশনা দিতে পারেন। প্রধানমন্ত্রী সিদ্ধান্ত জানালে, আমরা আগামী ৩ আগস্ট সিদ্ধান্ত জানানোর চেষ্টা করবো, ওইদিন না পারলে ৪ আগস্ট জানিয়ে দেব।”
তিনি বলেন, “আপাতত রপ্তানিমুখী শিল্প কলকারখানা খুলে দিচ্ছি সেটাও সীমিত পরিসরে।”
লকডাউন বৃদ্ধির বিষয়ে স্বাস্থ্য অধিদপ্তর বাড়ানোর সুপারিশ করেছে এ বিষয়ে প্রতিমন্ত্রী বলেন, “লকডাউন বাড়ানোর বিষয়ে স্বাস্থ্য অধিদপ্তরসহ বিভিন্নজন সুপারিশ করেছেন।
সংক্রমণ কমাতে গেলে আমাদের যেসব বিকল্পগুলো আছে সেগুলো আমরা চিন্তা করছি। সার্বিক বিষয়ে যথাসময়েই সিদ্ধান্ত জানতে পারবেন।”
Leave a Reply