ঢাকা, সোমবার ২০ মে ২০২৪, ০৩:০২ অপরাহ্ন
আদালতের নির্দেশে সিলেট-৩ আসনের উপনির্বাচন স্থগিত
দৈনিক ডাক অনলাইন ডেস্ক

উচ্চ আদালতের নির্দেশের পর অবশেষে সিলেট-৩ আসনের উপনির্বাচন স্থগিত করেছে নির্বাচন কমিশন (ইসি)। সোমবার (২৬ জুলাই) রাতে ইসির উপসচিব মো. আতিয়ার রহমান বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি  বলেন, সিলেট-৩ শূন্য আসনের নির্বাচন স্থগিতের আদেশ এই আসনের রিটার্নিং কর্মকর্তার কাছে পাঠানো হয়েছে।

এদিকে ইসির উপসচিব মো. আতিয়ার রহমান স্বাক্ষরিত চিঠিতে বলা হয়, মহামান্য হাইকোর্টের আদেশ প্রতিপালনার্থে ২৮ জুলাই অনুষ্ঠিতব্য সিলেট-৩ শূন্য আসনের নির্বাচন পরবর্তী নির্দেশনা না দেয়া পর্যন্ত স্থগিত রাখার সিদ্ধান্ত দিয়েছে কমিশন।

করোনা সংক্রমণের মধ্যেই সিলেট-৩ আসনের উপনির্বাচন আয়োজনের সিদ্ধান্তে অনড় ছিল ইসি। এ নিয়ে গত ২৪ তারিখ প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কেএম নূরুল হুদা নির্বাচন কমিশনার ও ইসির ঊর্ধ্বতন কর্মকর্তাদের নিয়ে হেলিকপ্টারে সিলেট গিয়ে আইন-শৃঙ্খলা বিষয়ক মতবিনিময় সভায়ও যোগ দেন।

এর আগে সোমবার (২৬ জুলাই) দুপুরে এ আসনের উপনির্বাচন স্থগিতের আদেশ দিয়েছেন হাইকোর্ট। বিচারপতি এম ইনায়েতুর রহিমের একক ভার্চুয়াল বেঞ্চ করোনা সংক্রমণ বৃদ্ধির কারণে আগামী ৫ আগস্ট পর্যন্ত এই নির্বাচন স্থগিত করেন।

এ প্রসঙ্গে জানতে চাইলে নির্বাচন কমিশনার বেগম কবিতা খানম বলেন, ‘আদালত কোনো আদেশ দিলে সেটি তো মানতেই হবে।’

2 responses to “আদালতের নির্দেশে সিলেট-৩ আসনের উপনির্বাচন স্থগিত”

  1. ai nude says:

    … [Trackback]

    […] Find More here on that Topic: doinikdak.com/news/40555 […]

  2. … [Trackback]

    […] Find More on that Topic: doinikdak.com/news/40555 […]

Leave a Reply

Your email address will not be published.

x