ঢাকা, শনিবার ২৭ এপ্রিল ২০২৪, ০৮:৩৪ পূর্বাহ্ন
ইন্টারভিউ ছাড়াই ৮ হাজার চিকিৎসক-নার্স নিয়োগের সিদ্ধান্ত
দৈনিক ডাক অনলাইন ডেস্ক

করোনাভাইরাস মহামারিতে চিকিৎসা সেবার মান বাড়াতে কোনো ইন্টারভিউ ছাড়াই ৪ হাজার চিকিৎসক ও ৪ হাজার নার্স নিয়োগের সিদ্ধান্ত নিয়েছে বলে জানিয়েছেন স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক।

সোমবার (২৬ জুলাই) দুপুরে সচিবালয়ে মন্ত্রিপরিষদ বৈঠক শেষে বেরিয়ে আসার সময় সাংবাদিকদের প্রশ্নের জবাবে এ কথা জানান তিনি।

মন্ত্রী বলেন, ‘নতুন চার হাজার ডাক্তার নিচ্ছি। নার্সও চার হাজার নেয়া হচ্ছে। খুব দ্রুত সময়ের মধ্যে নেয়া হচ্ছে।‘

গত দেড় বছর ধরে চিকিৎসক নার্সরা ছোটাছুটি করে ক্লান্ত হয়ে গেছেন উল্লেখ করে মন্ত্রী বলেন,  তাই এ নিয়োগ প্রক্রিয়া শিথিল করা হচ্ছে।

তিনি বলেন, ‘তাদের ইন্টারভিউও আমরা বাদ দিয়েছি। অনুরোধ করেছি, ইন্টারভিউ যেন না নেয়া হয়। পুলিশ ভেরিফিকেশনের দরকার নেই, তাদের তাড়াতাড়ি কাজে যোগ দেয়ার সুযোগ দেয়া হোক।’

এসময় সরকার ঘোষিত কঠোর লকডাউন বাস্তবায়ন না হলে ভয়াবহ পরিণতির আশঙ্কা রয়েছে বলেও জানান মন্ত্রী। বলেন, ‘লকডাউন দিয়ে যদি মানাতে না পারি, জনগণ যদি সচেতন না হয়, তাহলে তো ভয়াবহ পরিণতি। হাসপাতালে জায়গা হবে না। ইকোনোমিতে অ্যাফেক্ট পড়বে। প্রোডাকশনে অ্যাফেক্ট করে যাবে।’

3 responses to “ইন্টারভিউ ছাড়াই ৮ হাজার চিকিৎসক-নার্স নিয়োগের সিদ্ধান্ত”

  1. Research says:

    … [Trackback]

    […] Find More Information here on that Topic: doinikdak.com/news/40301 […]

  2. … [Trackback]

    […] Info on that Topic: doinikdak.com/news/40301 […]

  3. … [Trackback]

    […] Here you can find 80374 more Info to that Topic: doinikdak.com/news/40301 […]

Leave a Reply

Your email address will not be published.

x