বৃহস্পতিবার মন্ত্রিপরিষদ বিভাগ প্রজ্ঞাপনের মাধ্যমে এই ঘোষণা দিয়েছে।
উপসচিব মো. রেজাউল ইসলামের স্বাক্ষরিত প্রজ্ঞাপনে বলা হয়, শুক্রবার (৯ এপ্রিল) থেকে আগামী মঙ্গলবার পর্যন্ত সকাল ৯টা থেকে বিকাল ৫টা পর্যন্ত ৮ ঘণ্টা দোকানপাট ও বিপণী বিতান খোলা রাখা যাবে।
এর আগে সরকারের এক সপ্তাহের বিধিনিষেধ ঘোষণার পর স্বাস্থ্যবিধি মেনে দোকান খোলার দাবিতে দেশব্যাপী বিক্ষোভ করেন ব্যবসায়ীরা। করোনার বিধিনিষেধের সময় আর না বাড়ানোর দাবিও জানায় ব্যবসায়ী মহল। এরই প্রেক্ষিতে সরকার নতুন করে দোকানপাট ও শপিংমল খোলার শর্ত সাপেক্ষে অনুমতি দিয়েছে।









































795119 262341Oh my goodness! an incredible write-up dude. A lot of thanks Even so My business is experiencing trouble with ur rss . Do not know why Struggle to sign up to it. Can there be every person getting identical rss dilemma? Anyone who knows kindly respond. Thnkx 240503