ঢাকা, বৃহস্পতিবার ০২ মে ২০২৪, ১২:৩০ পূর্বাহ্ন
স্বাস্থ্যবিধি মেনে ১৩ এপ্রিল পর্যন্ত দোকানপাট ও শপিংমল খোলা
Reporter Name

বৃহস্পতিবার মন্ত্রিপরিষদ বিভাগ প্রজ্ঞাপনের মাধ্যমে এই ঘোষণা দিয়েছে।

উপসচিব মো. রেজাউল ইসলামের স্বাক্ষরিত প্রজ্ঞাপনে বলা হয়, শুক্রবার (৯ এপ্রিল) থেকে আগামী মঙ্গলবার পর্যন্ত সকাল ৯টা থেকে বিকাল ৫টা পর্যন্ত ৮ ঘণ্টা দোকানপাট ও বিপণী বিতান খোলা রাখা যাবে।

এর আগে সরকারের এক সপ্তাহের বিধিনিষেধ ঘোষণার পর স্বাস্থ্যবিধি মেনে দোকান খোলার দাবিতে দেশব্যাপী বিক্ষোভ করেন ব্যবসায়ীরা। করোনার বিধিনিষেধের সময় আর না বাড়ানোর দাবিও জানায় ব্যবসায়ী মহল। এরই প্রেক্ষিতে সরকার নতুন করে দোকানপাট ও শপিংমল খোলার শর্ত সাপেক্ষে অনুমতি দিয়েছে।

Leave a Reply

Your email address will not be published.

x