ঢাকা, রবিবার ০৫ মে ২০২৪, ১২:৫৩ অপরাহ্ন
৮১ হাজার ৩২৩ জন প্রথম দিনে টিকার দ্বিতীয় ডোজ নিলেন
Reporter Name
ছ‌বি: টিকার দ্বিতীয় ডোজ নিচ্ছেন মৌলভীবাজার-৩ আসনের সাংসদ নেছার আহমদ

স্বাস্থ্য অধিদপ্তরের বৃহস্পতিবার পর্যন্ত তথ্য অনুযায়ী, এ পর্যন্ত সব মিলিয়ে ৫৫ লাখ ৮৩ হাজার ৫০৭ জন অক্সফোর্ড-অ্যাস্ট্রাজেনেকার তৈরি টিকা নিয়েছেন।

এ পর্যন্ত টিকা নিতে নিবন্ধন করেছেন ৬৯ লাখ ৯২ হাজার ৭৯০ জন। বাংলাদেশে ভারতের সেরাম ইনস্টিটিউটে তৈরি অক্সফোর্ড-অ্যাস্ট্রাজেনেকার করোনাভাইরাসের টিকা দেওয়া হচ্ছে। এ টিকার দুই ডোজ নিতে হয়। প্রথম টিকা নেওয়ার আট সপ্তাহ পর দেওয়া হচ্ছে পরের ডোজ।

দেশজুড়ে জাতীয়ভাবে দ্বিতীয় ডোজ টিকা প্রয়োগ শুরুর দিনে আবারও রেকর্ড মৃত্যুর খবর দিয়েছে স্বাস্থ্য অধিদপ্তর। আগের ২৪ ঘণ্টায় কোভিড-১৯ আক্রান্ত ৭৪ জনের মৃত্যুর তথ্য জানানো হয়। গত বছরের মার্চে বাংলাদেশে মহামারীর প্রাদুর্ভাবের পর এক দিনে এত মৃত্যু আর কখনও ঘটেনি। এ নিয়ে মোট মৃত্যু ৯ হাজার ৫২১ জনে দাঁড়াল।

আর নতুন ৬ হাজার ৪৫৮ জন রোগীদের নিয়ে দেশে করোনাভাইরাসে আক্রান্তের সংখ্যা বেড়ে ৬ লাখ ৬৬ হাজার ১৩২ জন হয়েছে।দেশজুড়ে গত কয়েকদিন থেক সংক্রমণ বাড়ার মধ্যে বৃহস্পতিবার সকাল থেকে দ্বিতীয় ডোজের টিকা নিতে বিভিন্ন কেন্দ্রে আসতে শুরু করেন অনেকেই।

তারা গত ৭ ফেব্রুয়ারি গণ টিকাদান শুরুর দিনে টিকা নিয়েছিলেন। এই পর্যন্ত ৫৫ লাখ ৬৮ হাজার ৭০৩ জন টিকার প্রথম ডোজ নিয়েছেন। তাদেরই এখন দ্বিতীয় ডোজ দেওয়া শুরু হল।

Leave a Reply

Your email address will not be published.

x