মহানবী মুহাম্মদ (স.) কে নিয়ে ব্যঙ্গচিত্র অঙ্কন করা কুখ্যাত সেই ডেনিশ কার্টুনিস্ট কার্ট ওয়েস্টারগার্ড মারা গেছেন। মৃত্যুকালে তার বয়স হয়েছিলো ৮৬ বছর। দীর্ঘদিন ধরে বার্ধক্যজনিত সমস্যায় ভুগছিলেন তিনি।
১৯৮০ সাল থেকে জিলল্যান্ড পোস্টেন পত্রিকার কার্টুনিস্ট হিসেবে কর্মরত ছিলেন ওয়েস্টারগার্ড। ২০০৫ সালে মহানবী মুহাম্মদ (স.) কে নিয়ে ব্যাঙ্গচিত্র অঙ্কন করে আলোচনায় আসে ওয়েস্টারগার্ড। তখন তীব্র বিক্ষোভে ফেটে পড়ে সারা বিশ্বের মুসলিম সম্প্রদায়। অনেক দেশের ডেনমার্কের দূতাবাসে হামলা চালানো হয়। ওইসময় অনেকে প্রাণ হারান। ওয়েস্টারগার্ডকে অনেকবার হত্যার হুমকিও দেওয়া হয়েছে।
এরই জের ধরে ২০১২ সালে ফ্রান্সের একটি ম্যাগাজিনের অফিসে( যারা মুহাম্মদ(স.) এর কার্টুনি ছেপেছিলো ) হামলা চালানো হয়। ওই হামলার ঘটনায় ১২ জন মানুষ মারা যায়।
Leave a Reply