স্বামীকে হত্যার পর আড়াই মাস রান্নাঘরে লুকিয়ে রাখেন স্ত্রী
স্বামীকে হত্যার রান্নাঘরে পুঁতে রেখে থানায় নিখোঁজের সাধারণ ডায়েরি (জিডি) ও মামলা করেছিলেন আকলিমা বেগম (৫০) নামে এক নারী। তার বাড়ি মুন্সীগঞ্জ পৌরসভার রমজান বেগ এলাকায়। শুক্রবার (১৫ জুলাই) দুপুরে তাকে পুলিশ গ্রেফতার করে। পরে তার দেখানো স্থান থেকে স্বামীর লাশ উদ্ধার করে পুলিশ।
পুলিশ সূত্রে জানা যায়, গত ২ মে মুন্সীগঞ্জ সদর শহর শাখা বঙ্গবন্ধু সৈনিক লীগের সাংগঠনিক সম্পাদক আরাফাত মোল্লার (৫০) নিখোঁজ হন। এ ঘটনায় থানায় জিডি করেন স্ত্রী আকলিমা। পুলিশ তদন্তে নামলে আকলিমাকেই সন্দেহ করে পুলিশ। অন্যদিকে, আজ সকালে আরাফাত মোল্লার স্ত্রী আকলিমা বেগমের একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হয়। সে ভিডিওতে দেখা যায়, আকলিমা বেগম তার স্বামী আরাফাত মোল্লাকে যেভাবে হত্যা করেছিলেন তার বর্ণনা করছেন। এরপর দুপুরে পুলিশ তাকে গ্রেফতার করে। বিকালে তার দেখানো বাড়ির রান্নাঘরের মেঝে খুঁড়ে লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মুন্সীগঞ্জ জেনারেল হাসপাতালে পাঠানো হয়।
মুন্সীগঞ্জ পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) মিনহাজ উল-ইসলাম বলেন, ‘আরাফাত মোল্লা গত ২ মে সন্ধ্যায় বাড়ি থেকে নিখোঁজ হলে তার স্ত্রী আকলিমা বেগম ১৫ মে সদর থানায় একটি জিডি করেন। অভিযোগের পরিপ্রেক্ষিতে আরাফাত মোল্লাকে পুলিশ খোঁজ করতে থাকে। ৩০ মে দ্বিতীয় দফায় আকলিমা বেগম বাদী হয়ে থানায় একটি মামলা দায়ের করেন। মামলাটি আমরা বিভিন্নভাবে তদন্ত করতে থাকি। আজ আকলিমাকে গ্রেফতারের পর তার দেখানো স্থান থেকেই লাশ উত্তোলন করা হয়।’
তিনি আরও বলেন, ‘লাশ মাটিচাপা দেওয়ার সময় আকলিমাকে সহযোগিতা করার অপরাধে রিয়াজ (২৫) নামে আরেক যুবককে আটক করা হয়েছে। সে হত্যাকাণ্ডের সঙ্গে জড়িত কি না তা খতিয়ে দেখা হচ্ছে।’
মুন্সীগঞ্জ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবু বকর সিদ্দিক বলেন, ‘স্বামীর পরকীয়ার জন্য আকলিমা এ হত্যাকাণ্ডের ঘটনা ঘটিয়েছেন বলে আমাদের জানান। আরাফাত মোল্লাকে খাবারের সঙ্গে ঘুমের ওষুধ খাইয়ে ঘুমন্ত অবস্থায় সকালের দিকে ধারালো অস্ত্র দিয়ে জবাই করে হত্যা করেন।’
… [Trackback]
[…] Here you can find 17931 additional Info on that Topic: doinikdak.com/news/37151 […]
… [Trackback]
[…] Read More Info here to that Topic: doinikdak.com/news/37151 […]
… [Trackback]
[…] Find More here on that Topic: doinikdak.com/news/37151 […]
… [Trackback]
[…] Find More Info here to that Topic: doinikdak.com/news/37151 […]
… [Trackback]
[…] Find More to that Topic: doinikdak.com/news/37151 […]
… [Trackback]
[…] Read More Information here to that Topic: doinikdak.com/news/37151 […]
… [Trackback]
[…] Find More here to that Topic: doinikdak.com/news/37151 […]