ঢাকা, শনিবার ০৮ ফেব্রুয়ারী ২০২৫, ০৩:২৯ অপরাহ্ন
গাইবান্ধায় ছাত্রলীগ নেতা রকি হত্যার আসামি মানিক গ্রেফতার
সুমন কুমার বর্মন, গাইবান্ধা

গাইবান্ধায় ছাত্রলীগ নেতা রকি হত্যার আসামি মানিক গ্রেফতার

গাইবান্ধার ফুলছড়ি উপজেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক আশিকুর রহমান রকি হত্যার ৩ নম্বর আসামী মানিককে গ্রেফতার করেছে র‍্যাব-১৩ গাইবান্ধার সদস্যরা। এ খবর নিশ্চিত করেছেন গাইবান্ধা র‍্যাব-১৩ কোম্পানি কমান্ডার লেফটেন্যান্ট মির্জা শাহেদ মাহতাব।

তিনি জানান, ‘গাইবান্ধার আলোচিত রকি হত্যা মামলার এজাহার ভুক্ত তিন নাম্বার আসামি এবং প্রধান আসামি কাঞ্চনের বড় ভাই মানিক মিয়াকে লালমনিরহাটের পাটগ্রাম থেকে বৃহস্পতিবার (১৫ জুলাই) গ্রেফতার করা হয়।

আসামিকে বিকেল ৫টার দিকে গাইবান্ধা সদর থানায় হস্তান্তর করা হয়েছে’। বাকি আসামিদের গ্রেফতারের চেষ্টা চলছে বলেও তিনি জানান।

x