ঢাকা, শুক্রবার ০৭ ফেব্রুয়ারী ২০২৫, ১০:৫৪ অপরাহ্ন
কটিয়াদীতে স্কুলছাত্রী  টুনি ধর্ষক ও হত্যাকারী নজরুল গ্রেফতার
মিয়া মোহাম্মদ ছিদ্দিক কটিয়াদী(কিশোরগঞ্জ)

কিশোরগঞ্জের কটিয়াদীতে ৯  বছরের তৃতীয় শ্রেণীর ছাত্রী  সাদিয়া আক্তার টুনি ধর্ষণের পর হত্যার ঘটনার ১২ দিন পর ধর্ষক নজরুল ইসলাম (৩৮) কে গ্রেফতার করেছে পিবিআইয়ের পুলিশ।নজরুল ইসলামের বাড়ি কটিয়াদী উপজেলার দঃলোহাজুরী গ্রামে।

এদিকে আসামী নজরুল আটকের পর এলাকায় বিক্ষোভে ফেটে পড়ছেন স্থানীয় লোকজন। খুনি ও ধর্ষক নজরুলের ফাঁসির দাবি জানাই টুনির পরিবার ও নজরুলের বাড়িতে ভাংচুর এবং আগুন জ¦ালিয়ে দেয় এলাকাবাসী।

উল্লেখ্য, গত ২ জুলাই উপজেলার লোহাজুরী ইউনিয়নের দক্ষিন লোহাজুরী গ্রামে বাড়ির পাশে পুরাতন ব্রহ্মপুত্র নদে বাবার সাথে মাছ ধরতে গিয়ে নিখোঁজ হন সাদিয়া আক্তার টুনি। পরে হাত-পা বাঁধা ও গলায় ওড়না পেঁচানো অবস্থায় পাটক্ষেত থেকে তাঁর মরদেহ উদ্ধার করে পুলিশ।

x