ঢাকা, রবিবার ১৯ মে ২০২৪, ০৩:৪৭ অপরাহ্ন
দেশে গণহারে করোনার টিকার নিবন্ধন শুরু
দৈনিক ডাক অনলাইন ডেস্ক

মঙ্গলবার (৬ জুলাই) রাতে সময় নিউজকে এ তথ্য নিশ্চিত করেছেন তথ্য ও যোগাযোগ প্রযুক্তি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক। তবে বুধবার (৭ জুলাই) অফিসিয়ালি ঘোষণা করা হবে।

সুরক্ষা অ্যাপের মাধ্যমে নিবন্ধনের যে প্লাটফর্মটিতে আছে, এত দিন বিশেষ ক্যাটাগরিগুলো উন্মু্ক্ত ছিল। কিন্তু এবার স্বাস্থ্য মন্ত্রণালয় থেকে অনুমোদন পাওয়ায় বুধবার (৭ জুলাই) থেকে সবার জন্য উন্মুক্ত থাকবে। জাতীয় পরিচয়পত্র অনুযায়ী, যাদের বয়স ৩৫ বা তার চেয়ে বেশি, তারা সবাই নিবন্ধন করতে পারবেন।

আগে ৪০ বা তার চেয়ে বেশি বয়সীরা নিবন্ধন করতে পারত। এখন স্বাস্থ্য মন্ত্রণালয় থেকে পাওয়া নির্দেশনা অনুযায়ী, এখন ৩৫ বা তার চেয়ে বেশি বয়সীরা নিবন্ধনের সুযোগ পাবেন।

সার্ভার ইতোমধ্যে প্রস্তুত হয়ে গেছে। রাত ১২টা থেকে চাইলেই যে কেউ নিবন্ধন করতে পারবে। তবে রাতে সার্ভারে কাজ চলার কারণে অ্যাপে ঢুকতে অসুবিধা হতে পারে। তাই সকাল থেকে যেন সবাই নিবন্ধন শুরু করে।

এর আগে সোমবার (৫ জুলাই) স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালক (ডিজি) অধ্যাপক ড. আবুল বাসার মোহাম্মদ খুরশিদ আলম বলেছিলেন, করোনাভাইরাসের (কোভিড-১৯) টিকার নিবন্ধন কার্যক্রম শিগগিরই শুরু হবে।

Leave a Reply

Your email address will not be published.

x