ঢাকা, শনিবার ২৭ এপ্রিল ২০২৪, ১০:৪৮ পূর্বাহ্ন
১ জুলাই থেকে যাওয়া যাবে না ঘরের বাইরে, থাকবে সেনাবাহিনী
দৈনিক ডাক অনলাইন ডেস্ক

মহামারি করোনাভাইরাসের প্রকোপ ঠেকাতে আগামী বৃহস্পতিবার (১ জুলাই) সকাল ৬টা থেকে ৭ জুলাই রাত ১২টা পর্যন্ত সারাদেশে সর্বাত্মক লকডাউন দিতে যাচ্ছে  সরকার।

সে লকডাউনে ‘খুবই কঠোর’ অবস্থানে থাকবে সরকার।মাঠে থাকবে সেনাবাহিনী, পুলিশ ও বিজিবি।প্রয়োজনীয় ব্যবস্থা নিতে যতটুকু সম্ভব, ততটুকু কর্তৃত্ব তাদের দেওয়া হয়েছে।

এসময়ে মুভমেন্ট পাস থাকেবে না বলেও জানানো হয়েছে।

সোমবার (২৮ জুন) সচিবালয়ে মন্ত্রিসভা বৈঠকের প্রেস ব্রিফিংয়ে মন্ত্রিপরিষদ সচিব খন্দকার আনোয়ারুল ইসলাম এ তথ্য জানান।

তিনি বলেন, ‘স্ট্রিক্ট ভিউতে যাচ্ছি আমরা। ১ তারিখ ভোর ছয়টা থেকে সাত তারিখ রাত বারোটা পর্যন্ত খুব স্ট্রিক্ট ভিউতে যাচ্ছি আমরা।’

প্রয়োজন মনে হলে তা আরও এক সপ্তাহ বাড়তে পারে। বিধিনিষেধ চলাকালে ঘর থেকে বের হওয়া যাবে না (জরুরি সেবা ছাড়া) বলেও উল্লেখ করেন তিনি।

One response to “১ জুলাই থেকে যাওয়া যাবে না ঘরের বাইরে, থাকবে সেনাবাহিনী”

  1. … [Trackback]

    […] Information on that Topic: doinikdak.com/news/30127 […]

Leave a Reply

Your email address will not be published.

x