ঢাকা, শুক্রবার ২৬ এপ্রিল ২০২৪, ১০:৫৯ অপরাহ্ন
সিনোফার্মের টিকার প্রথম চালান আগামী সপ্তাহে আসছে
অনলাইন ডেস্ক

আগামী মাসের শুরুতে অর্থাৎ আগামী সপ্তাহে চীনের সিনোফার্মের টিকার প্রথম বাণিজ্যিক চালান আসতে পারে বলে জানিয়েছেন স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালক অধ্যাপক ডা. আবুল বাসার মোহাম্মদ খুরশীদ আলম। সোমবার (২৮ জুন) দুপুরে সাংবাদিকদের এ কথা জানান তিনি।

ডা. খুরশীদ আলম বলেন, আগামী মাসের শুরুতে সিনোফার্মের টিকার ক্রয়কৃত প্রথম চালান আসতে পারে। ভালো অংকের ডোজ আসার বিষয়ে আমরা আশাবাদী।

এদিকে দুই ধাপে চীনের উপহারের ১১ লাখ টিকা বাংলাদেশে আসে। এই টিকার মধ্যে ৩০ হাজার ডোজ বাংলাদেশে কর্মরত চীনের নাগরিকদের দেওয়া হয়েছে। বাকি ১০ লাখ ৭০ হাজার ডোজ টিকা দেশের ৫ লাখ ৩৫ হাজার মানুষকে দেওয়ার কার্যক্রম চলছে।

চীনের উপহারের পাশাপাশি বৈশ্বিক টিকা বিতরণ সংস্থা কোভ্যাক্সের পক্ষ থেকে ফাইজারের এক লাখ ৬ হাজার ডোজ টিকা দেশে এসেছে।

কোভ্যাক্স বাংলাদেশকে মোট এক কোটি ডোজ টিকা দিবে বলে জানা যায়। পাশাপাশি চীনের সিনোফার্মের সঙ্গে এক কোটি ডোজ টিকা কেনার বিষয়ে দেশটির সঙ্গে বাংলাদেশ সরকারের চুক্তি প্রায় চূড়ান্ত পর্যায়ে রয়েছে বলেও জানা গেছে।

One response to “সিনোফার্মের টিকার প্রথম চালান আগামী সপ্তাহে আসছে”

  1. jarisakti says:

    … [Trackback]

    […] Info to that Topic: doinikdak.com/news/30101 […]

Leave a Reply

Your email address will not be published.

x