ঢাকা, শুক্রবার ১৭ মে ২০২৪, ০৭:৫৩ পূর্বাহ্ন
নওগাঁয় সুবিধাবঞ্চিত শিশুদের নিয়ে ফল উৎসব
মনিরুজ্জামান মুন্না, নওগাঁঃ

নওগাঁ সদরের  কাদোয়া গ্রামে স্বেচ্ছাশ্রমের মাধ্যমে পরিচালিত সুবিধাবঞ্চিত শিশুদের স্কুল ‘মুক্ত পাঠশালা’র আয়োজনে ও সামাজিক সাংস্কৃতিক সংগঠন একুশে পরিষদ নওগাঁর সহযোগিতায়  ফল উৎসব অনুষ্ঠিত হয়েছে।

শক্রবার(১৮ জুন)সকাল ১০ টায়,  কাদোয়ার মুক্ত পাঠশালার সুবিধাবঞ্চিত শিশুদের নিয়ে ফল উৎসব পালন করা হয় এবং তাদের মাঝে, আম,কাঠাল,জাম,লিচু,আনারস, খেজুর,লটকন,জামরুল,কামরাঙা,করমচা,তাল শাঁস সহ প্রায় ১৫ ধরণের দেশীয় ফল পরিবেশন করা হয়।

এসময় উপস্থিত ছিলেন, নওগাঁর সামাজিক সাংস্কৃতিক সংগঠন একুশে পরিষদ নওগাঁ’র সভাপতি, এ্যাডভোকেট ডি এম আব্দুল বারী, সহ-সভাপতি অধ্যক্ষ সিদ্দিকুর রহমান এবং সাধারণ সম্পাদক এম এম রাসেল।

অারো উপস্থিত ছিলেন,  মুক্ত পাঠশালার পৃষ্ঠপোষক নজরুল ইসলাম বুলবুল,নাসরিন আক্তার পান্না, স্বেচ্ছাসেবী স্কুল-কলেজ পড়ুয়া শিক্ষক মোবাশ্বের রহমান,রিয়াদ হোসেন,মুন্না, মেহেদী হাসান,রাফিয়া,রসিকা,ঊর্মি,ঈশা,   মিতু আক্তার প্রমুখ।

2 responses to “নওগাঁয় সুবিধাবঞ্চিত শিশুদের নিয়ে ফল উৎসব”

  1. cvv shop says:

    … [Trackback]

    […] Read More on to that Topic: doinikdak.com/news/26934 […]

  2. … [Trackback]

    […] Here you will find 36186 more Info to that Topic: doinikdak.com/news/26934 […]

Leave a Reply

Your email address will not be published.

x