প্রথম বাংলাদেশি ক্রিকেটার হিসেবে আইসিসির মাস সেরা খেলোয়াড় নির্বাচিত হয়েছেন মুশফিকুর রহিম। বাংলাদেশের এই উইকেটরক্ষক ব্যাটসম্যান মে মাসে শ্রীলঙ্কার বিপক্ষে দুর্দান্ত ব্যাটিং করার পুরস্কার পেয়েছেন।
মুশফিক মে মাসে শ্রীলঙ্কার বিপক্ষে ৩টি ওয়ানডে ম্যাচ খেলেছিলেন। সেখানে একটি সেঞ্চুরি ও একটি হাফ সেঞ্চুরি করেছিলেন তিনি। ৩ ম্যাচের ওয়ানডে সিরিজটিতে তার ব্যাট থেকে এসেছিল মোট ২৩৭ রান।
বাংলাদেশ সিরিজও জিতে। প্রথম দুই ম্যাচেই ম্যাচ সেরা খেলোয়াড় নির্বাচিত হওয়া মুশফিক সিরিজটিতেও সেরা খেলোয়াড় নির্বাচিত হয়েছিলেন। এবার আইসিসির স্বীকৃতিও জুটল তার নামে পাশে।