ঢাকা, মঙ্গলবার ১৪ মে ২০২৪, ০১:২৩ পূর্বাহ্ন
শাস্তির আওতায় আসছেন প্রশ্নবিদ্ধ আম্পায়াররা
অনলাইন ডেস্ক

ঢাকা প্রিমিয়ার লিগের (ডিপিএল) ম্যাচগুলোতে আম্পায়ারদের সিদ্ধান্ত প্রশ্নবিদ্ধ বলে প্রমাণিত হলে তাদের শাস্তির ব্যবস্থা করবে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। আম্পায়ারিংয়ের মান নিয়ে প্রশ্ন ওঠায় তদন্তের জন্য গঠিত পাঁচ সদস্যের কমিটি ইতোমধ্যে তদন্ত কাজ শুরু করেছে।

এরই অংশ হিসেবে রবিবার (১৩ জুন) ডিপিএলের ৯টি দলের অধিনায়কের সাথে সভা করেছেন সিসিডিএম ও বিসিবি কর্তারা। যদিও সভায় অনুপস্থিত ছিলেন ৩টি দলের অধিনায়ক। বিকেএসপি থেকে খেলা শেষ করে এসে তারা সভায় যোগ দিতে পারেননি। ভার্চুয়াল এই সভায় অধিনায়কদের কাছ থেকে আম্পায়ারিংয়ের বিষয়ে বক্তব্য শুনেছে সিসিডিএম।

বিসিবি পরিচালক ও তদন্ত কমিটির সদস্য শেখ সোহেল বলেন, ‘৯ জন অধিনায়ক সভায় ছিল। ৩ জন অধিনায়ক ছিল না, ওদের বিকেএসপি থেকে ফিরতে দেরি হয় তাই যোগ দিতে পারেনি।’

শেখ সোহেল জানান, ভার্চুয়াল এই সভায় তদন্ত কমিটির পাঁচ সদস্যই উপস্থিত ছিলেন। কমিটির বাকি চার সদস্য হলেন- সিসিডিএম চেয়ারম্যান কাজী ইনাম আহমেদ, বিসিবির আরও দুই পরিচালক জালাল ইউনুস ও নাঈমুর রহমান দুর্জয় এবং বিসিবির প্রধান ম্যাচ রেফারি রকিবুল হাসান।

শেখ সোহেল বলেন, ‘আম্পায়ারিং ইস্যুতে বিস্তর আলাপ হয়েছে। অধিনায়কেরা আম্পায়ারিং মান কিভাবে উন্নয়ন করা যায় তা বলেছেন। পাশাপাশি তাদের কাছ থেকে পরামর্শ নেওয়া হয়েছে কীভাবে বিতর্ক রোধ করা যায় সেই ব্যাপারে। আমরা তাদের সব বক্তব্য শুনেছি। বাকি তিন অধিনায়কের সঙ্গেও আমরা সোমবার (১৪ জুন) বসব।’

‘বিসিবি সভাপতি তদন্তের মাধ্যমে সুরাহা চান। পরশু বোর্ড সভা আছে, তার আগেই আমাদেে সব কিছু চূড়ান্ত করে সুষ্ঠু সমাধানে আসতে হবে।’

ত্রুটি খুঁজে পেলে আম্পায়ারদের শাস্তি দেওয়া হবে জানিয়ে শেখ সোহেল আরও বলেন, ‘ভালোর মধ্যে সবসময় খারাপ কিছু থাকবেই। গত সাত-আট বছরে আমরা অনেক উন্নয়ন করেছি ক্রিকেটে। সবসময় ভালোটাই চাই। তদন্তে আম্পায়ারদের ভূমিকা প্রশ্নবিদ্ধ হলে প্রয়োজনে তাদেরও শাস্তি দেয়া হবে।’

One response to “শাস্তির আওতায় আসছেন প্রশ্নবিদ্ধ আম্পায়াররা”

  1. More Help says:

    … [Trackback]

    […] Information on that Topic: doinikdak.com/news/25333 […]

Leave a Reply

Your email address will not be published.

x