ঢাকা, সোমবার ১৩ মে ২০২৪, ০৮:২১ অপরাহ্ন
সাভারে আম্পায়ারদের গাড়িতে ইট পাটকেল দিয়ে হামলা
অনলাইন ডেস্ক

বিকেএসপিতে ঢাকা প্রিমিয়ার লিগের ম্যাচে যাওয়ার সময় পোশাকশ্রমিকদের আন্দোলনে আটকে গিয়ে পড়ে অনাকাঙ্ক্ষিত এক ঘটনার শিকার হতে হলো আম্পায়ার ও ম্যাচ রেফারিদের। আন্দোলনরত উচ্ছৃঙ্খল শ্রমিকদের ইটের আঘাতে ক্ষতিগ্রস্ত হয়েছে তাদের বহনকারী মাইক্রোবাসটি।

প্রিমিয়ার লিগের চারটি খেলা আছে বিকেএসপিতে। সকালে দুটি, দুপুরে দুটি। সকালের ম্যাচ পরিচালনা করার জন্য সকালে বিকেএসপিতে যাচ্ছিলেন ম্যাচ রেফারি, আম্পায়াররা। তাঁদের বহনকারী মাইক্রোবাসটি সাভার রপ্তানি প্রক্রিয়াজাতকরণ এলাকায় (ইপিজেড) পোশাকশ্রমিকদের বিক্ষোভের মুখে পড়ে যায়।

এতে আটকা পড়েছিল একটি দলের টিম বাসও। এ সময় শ্রমিকদের ছোড়া ইট এসে পড়ে মাইক্রাবাসের ওপর। এ কারণে নির্ধারিত সময় খেলা শুরু করা সম্ভব হয়নি।

Leave a Reply

Your email address will not be published.

x