ঢাকা, রবিবার ১৯ মে ২০২৪, ০২:৪৩ পূর্বাহ্ন
ঢাকা ইপিজেড এর শ্রমিকদের পাওনা টাকার দাবিতে বিক্ষোভ
মোহাম্মদ ইয়াসিন, সাভার(ঢাকা)

সাভারের আশুলিয়ায় ঢাকা রপ্তানি প্রক্রিয়াকরণ এলাকার (ডিইপিজেড) কয়েকটি বন্ধ কারখানার শ্রমিকরা একত্রিত হয়ে তাদের পাওনা আদায়ের দাবিতে সড়ক মহা সড়ক অবরোধ করে বিক্ষোভ সমাবেশ করে।  বিক্ষোভ চলা কালে বেশ কয়েকটি গাড়ী ভাংচুর করা হয়,খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে এসে তাদের বুঝিয়ে সড়কে যান চলাচল স্বাভাবিক করার চেষ্টা করে।

রোববার (১৩ জুন) সকালে পুরাতন ডিইপিজেডের সামনে নবীনগর-চন্দ্রা মহাসড়কে সহ বিভিন্ন শাখা সড়কে অবস্থান নিয়ে বিক্ষোভ শুরু করে লিনি ফ্যাশন ও লিনি এ্যাপারেলস এর প্রায় ৪০০ শ্রমিক। এই শ্রমিকদের সঙ্গে যোগ দেয় বন্ধ হয়ে যাওয়া এ ওয়ান বিডি লিমিটেড, শাইন ফ্যাশন ও এভান্ট গার্ড কারখানার শ্রমিকরা।

এই বিক্ষোভের কারণে প্রায় দেড় ঘণ্টা নবীনগর-চন্দ্রা মহাসড়ক বন্ধ থাকায় দুই পাশে প্রায় ৬ কিলোমিটার যানজট সৃষ্টি হয়।

উল্লেক্ষ্য,গত ১ ফেব্রুয়ারি প্রায় ৭ হাজার শ্রমিকের ১ মাসের বেতন, শ্রমিক ছাঁটাই, টার্মিনেশন বেনিফিট না দিয়ে কারখানা বন্ধ ঘোষণা করে ঢাকা রপ্তানি প্রক্রিয়াকরন এলাকার(ডি ইপি জেড)কয়েকটি পোশাক কারখানা।এরপর বেতন দেওয়ার জন্য কয়েকবার তারিখ দেওয়া হলেও শুধু বেতনের ৪২ শতাংশ দিয়েছে। পরে আর পুরো বেতন দেয়নি কারখানা কর্তৃপক্ষ।

আজ সকালে এসব দাবিতে ইপিজেড পুরাতন জোনের প্রধান ফটকের সামনে জড়ো হয়ে বিক্ষোভ করতে থাকেন তারা।

শিল্প পুলিশ-১ এর পুলিশ সুপার (এসপি) আসাদুজ্জামান বলেন, খবর পেয়ে আমরা দ্রুত সময়ে ঘটনাস্থলে এসে শ্রমিকদের বুঝিয়ে সড়ক থেকে চলে যেতে বলি। শ্রমিকরা না বুঝতে চাইলে পানি ছিটিয়ে তাদের সড়ক থেকে সরিয়ে দেওয়া হয়। বর্তমানে সড়কে যান চলাচল স্বাভাবিক রয়েছে।

শ্রমিকদের পাওনাদির ব্যাপারে তিনি বলেন, আসলে যে কারখানার শ্রমিকরা আন্দোলন করছে বা যাদের কারখানা বন্ধ করে দেওয়া হয়েছে সেই কারখানার মালিক ভারতীয়। তিনি কারখানার সঙ্গে কোনো যোগাযোগ করছেন না বা তার সঙ্গেও যোগাযোগ করা যাচ্ছে না। এখন শেষ পর্যন্ত সিদ্ধান্ত হয়েছে কারখানা বিক্রি করে দিয়ে শ্রমিকদের বেতন পরিশোধ করার। এই সময়টুকু তো শ্রমিকদের দিতে হবে।

শেষ খবর পাওয়া পর্যন্ত যান চলাচল স্বাভাবিক রয়েছে।

Leave a Reply

Your email address will not be published.

x