ঢাকা, শুক্রবার ০৩ মে ২০২৪, ০৮:৩০ পূর্বাহ্ন
টাঙ্গাইলে করোনায় আক্রান্ত ৭০ জন, মৃত্যু-১জন
মোঃ শরিফুল ইসলাম, টাঙ্গাইল

টাঙ্গাইলে গত ২৪ ঘন্টায় ৭০ জন করোনায় আক্রান্ত হয়েছে। এছাড়া টাঙ্গাইল জেনারেল হাসপাতালে একজনের মৃত্যু হয়েছে। তার বাড়ি টাঙ্গাইলের মধুপুর উপজেলায়।

গত ২৪ ঘন্টায় ২১৩টি নমুনা পরীক্ষায় জেলায় ৭০জন করোনা সনাক্ত হয়েছে। আক্রান্তদের মধ্যে টাঙ্গাইল সদর উপজেলায় ৩৯জন, কালিহাতী ২১ জন, দেলদুয়ারে ৫জন নাগরপুরে ১জন, , মির্জাপুরে ১জন, ঘাটাইলে ১জন, মধুপুরে একজন ও ভ‚ঞাপুরে
১জন নিয়ে মোট ৭০ জনকরোনায় আক্রান্ত হয়েছে। এনিয়ে জেলায় মোট করোনা আক্রান্তের সংখ্যা দাঁড়ালো ৫ হাজার ৪৩২ জন। আক্রান্তদের মধ্যে সুস্থ্য হয়েছে ৪ হাজার ৩০৮ জন। এ পর্যন্ত জেলায় মোট মৃত্যুবরণ করেছে ৯২ জন।

টাঙ্গাইলের সিভিল সার্জন ডা. আবুল ফজল মো. সাহাবুদ্দিন এই তথ্য নিশ্চিত করেছেন। এদিকে টাঙ্গাইল জেনারেল হাসপাতালের করোনা আইসোলেশন ইউনিটে সর্বমোট ৩৪০জন রোগী ভর্তি আছে।

এদের মধ্যে সুস্থ্য হয়ে বাড়ি ফিরেছেন ২৪৪ জন। উন্নত চিকিৎসার জন্য রেফার্ড করা হয়েছে ৬০ জন। বর্তমানে টাঙ্গাইল জেনালে হাসপাতালে আইসিউ বেডে ৬জন ও জেনারেল বেডে ১১জন নিয়ে মোট ১৭ জন চিকিৎসাধীন রয়েছে।

Leave a Reply

Your email address will not be published.

x