ঢাকা, শুক্রবার ০৩ মে ২০২৪, ০৬:১৬ অপরাহ্ন
২৪শে জুন থেকে বরিশাল বিশ্ববিদ্যালয়ে সশরীরে পরীক্ষা
অনলাইন ডেস্ক

বিশ্ববিদ্যালয় প্রশাসন সূত্রে জানা যায়, আজ দুপুরে অনলাইনে বরিশাল বিশ্ববিদ্যালয়ের একাডেমিক কাউন্সিলের ৩৩তম সভা হয়। এতে সভাপতিত্ব করেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য মো. ছাদেকুল আরেফিন।

সভা সূত্রে জানা যায়, সিন্ডিকেটের সভায় সিদ্ধান্ত হয় ২৪ জুন থেকে স্বাস্থ্যবিধি মেনে স্থগিত হওয়া বিভিন্ন বিভাগের চূড়ান্ত পর্বের পরীক্ষাগুলো সশরীরে অনুষ্ঠিত হবে। তবে পরীক্ষা চলার সময় বিশ্ববিদ্যালয়ের হলগুলোতে করোনা সংক্রমণ এড়াতে যথারীতি বন্ধ থাকবে এবং শিক্ষার্থীরা বিশ্ববিদ্যালয়ের পরিবহন সুবিধা পাবেন না। এ ক্ষেত্রে নিজ দায়িত্বে এসে পরীক্ষায় অংশগ্রহণ করতে হবে।

এ ছাড়া আগের সিদ্ধান্ত অনুযায়ী বরিশাল বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন বিভাগের মিডটার্ম ও মৌখিক পরীক্ষাগুলো ১৫ জুন থেকে অনলাইনে অনুষ্ঠিত হবে। বিশ্ববিদ্যালয়ের অন্যান্য পরীক্ষাগুলোর ক্ষেত্রে স্ব স্ব বিভাগের একাডেমিক কমিটি আলোচনা করে পরীক্ষার তারিখ নির্ধারণ করবে।

সভায় ছিলেন বিশ্ববিদ্যালয়ের সব বিভাগের চেয়ারম্যান, অনুষদের ডিন, প্রক্টর, সংশ্লিষ্ট দপ্তরের প্রধানসহ কর্মকর্তারা।

Leave a Reply

Your email address will not be published.

x