ঢাকা, শনিবার ১২ অক্টোবর ২০২৪, ০৬:২২ অপরাহ্ন
নারায়ণগঞ্জে রিসোর্টে দ্বিতীয় স্ত্রী সহ অবরুদ্ধ মাওলানা মামুনুল
Reporter Name

হেফাজতে ইসলামের কেন্দ্রীয় যুগ্ম মহাসচিব মাওলানা মামুনুল হককে নারীসহ নারায়ণগঞ্জের সোনারগাঁও উপজেলায় এক রিসোর্টে অবরুদ্ধ করে রেখেছেন স্থানীয়রা। তবে ওই নারীকে নিজের দ্বিতীয় স্ত্রী বলে দাবি করেছেন মামুনুল হক।

ঘটনাস্থলে রয়েছেন নারায়ণগঞ্জের অতিরিক্ত পুলিশ সুপার (অপরাধ) টি আই মোশাররফ হোসেন এবং সোনারগাঁ থানার ওসি (তদন্ত) তবিদুর রহমান।

ওসি তবিদুর রহমান সমকালকে বলেন, আমরা ঘটনাস্থলে রয়েছি। তাকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে।

এর আগে হেফাজতে ইসলামের কেন্দ্রীয় নেতা মাওলানা মামুনুল হককে ব্রাহ্মণবাড়িয়ায় নাশকতায় অভিযুক্তদের গ্রেপ্তারের দাবি জানানো হয়। আগামী রোববারের মধ্যে তাকে গ্রেপ্তার করা না হলে সোমবার সকাল-সন্ধ্যা হরতাল কর্মসূচি পালনের হুঁশিয়ারি দেন বাংলাদেশ পিপলস পার্টির চেয়ারম্যান মাওলানা মো. ইসমাইল হোসাইন। গত বৃহস্পতিবার রাজধানীর জাতীয় প্রেস ক্লাবে ইসলামী পিপলস পার্টি আয়োজিত এক আলোচনা সভা থেকে এ ঘোষণা দেন তিনি।। নিউজ সোর্সঃ 

Leave a Reply

Your email address will not be published.