ঢাকা, মঙ্গলবার ১৪ জানুয়ারী ২০২৫, ০৪:৩০ অপরাহ্ন
বিশ্বব্যাপী করোনায় মৃত্যু ৩৪ লাখ ৯৩ হাজার, আক্রান্ত ১৬ কোটি ৮১ লাখ
Reporter Name

বিশ্বব্যাপী করোনার সংক্রমণ ও মৃত্যু বেড়েই চলছে। বিশ্বে ইতোমধ্যে করোনায় মারা গেছেন প্রায় ৩৫ লাখ এবং আক্রান্ত হয়েছেন ১৬ কোটি ৮১ লাখের বেশি মানুষ।

আজ বৃহস্পতিবার সকাল ৮টায় জনস হপকিনস ইউনিভার্সিটির করোনাভাইরাস রিসোর্স সেন্টার এ তথ্য জানিয়েছে।

এতে বলা হয়েছে, বিশ্বব্যাপী করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন ১৬ কোটি ৮১ লাখ ৭৫ হাজার ৪৫০ জন এবং মারা গেছেন ৩৪ লাখ ৯৩ হাজার ৭০৪ জন।

এতে আরও বলা হয়েছে, করোনাভাইরাসে এখন পর্যন্ত সবচেয়ে বেশি আক্রান্ত ও মৃত্যু যুক্তরাষ্ট্রে। দেশটিতে আক্রান্ত হয়েছেন তিন কোটি ৩১ লাখ ৮৯ হাজার ৮৫৫ জন এবং মারা গেছেন পাঁচ লাখ ৯১ হাজার ৯৪১ জন।

আক্রান্তের দিক থেকে বিশ্বে দ্বিতীয় অবস্থানে থাকা ভারতে শনাক্ত হয়েছেন দুই কোটি ৭১ লাখ ৫৭ হাজার ৭৯৫ জন। মৃত্যুর দিক থেকে তৃতীয় অবস্থানে থাকা ভারতে এ পর্যন্ত মারা গেছেন তিন লাখ ১১ হাজার ৩৮৮ জন।

মৃত্যুর দিক থেকে দ্বিতীয় ও সংক্রমণের দিক থেকে তৃতীয় অবস্থানে থাকা দক্ষিণ আমেরিকার দেশ ব্রাজিলে আক্রান্ত হয়েছেন এক কোটি ৬২ লাখ ৭৪ হাজার ৬৯৫ জন এবং মারা গেছেন চার লাখ ৫৪ হাজার ৪২৯ জন।

এ ছাড়াও, জনস হপকিনস ইউনিভার্সিটির করোনাভাইরাস রিসোর্স সেন্টার এ তথ্য অনুযায়ী, এখন পর্যন্ত বিশ্বে করোনার টিকা দেওয়া হয়েছে ১৭৩ কোটি ৭২ লাখ ৮২ হাজার ৫৩৪ ডোজ।

x