ঢাকা, মঙ্গলবার ১০ ডিসেম্বর ২০২৪, ০৮:৫৯ অপরাহ্ন
ওসমানী মেডিক্যাল ৯০০ থেকে ২০০০ বেডে উন্নীতকরনের সিদ্ধান্ত
Reporter Name

দেশে চলমান করোনা ভাইরাস মহামারির কারণে সিলেট এম এ জি ওসমানী মেডিক্যাল কলেজ হাসপাতালে নিরবচ্ছিন্ন অক্সিজেন সরবরাহ বজায় রাখার জন্য ১০ হাজার লিটার অক্সিজেন প্ল্যান্ট স্থাপনের সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এছাড়া এ হাসপাতালকে ৯০০ থেকে ২০০০ বেডে উন্নীতকরণেরও সিদ্ধান্ত গৃহীত হয়েছে।

পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আব্দুল মোমেনের সভাপতিত্বে ভার্চ্যুয়ালি অনুষ্ঠিত সিলেট ওসমানী মেডিক্যাল কলেজ হাসপাতাল ব্যবস্থাপনা কমিটির ৬ষ্ঠ সভায় এসব সিদ্ধান্ত গৃহীত হয়েছে। সোমবার (২৪ মে) পররাষ্ট্র মন্ত্রণালয় এ তথ্য জানিয়েছে।

সভায় সিলেটের শাহী ঈদগাহ সংলগ্ন সংক্রামক ব্যাধি হাসপাতাল চত্বরে এম এ জি ওসমানী মেডিক্যাল কলেজ হাসপাতালের দ্বিতীয় ইউনিট স্থাপনের সিদ্ধান্ত নেওয়া হয়। এ বিষয়ে গণপূর্ত অধিদপ্তর স্থান পরিদর্শন করে ভবন নির্মাণের প্রয়োজনীয় ব্যবস্থা নেবে বলে সভায় জানানো হয়।

সভায় এ হাসপাতালের সরকারি অ্যাম্বুলেন্স ব্যবহারকে উৎসাহিত করার সিদ্ধান্ত গ্রহণ করা হয়। সিলেট এম এ জি ওসমানী মেডিক্যাল কলেজ হাসপাতালের সাতটি অ্যাম্বুলেন্স রয়েছে। বেসরকারি অ্যাম্বুলেন্সের তুলনায় এ হাসপাতালের অ্যাম্বুলেন্সের খরচ অনেক কম। স্বল্পমূল্যের সরকারি অ্যাম্বুলেন্স ব্যবহারের সুযোগের বিষয়টি সাধারণ মানুষ জানে না। এছাড়া হাসপাতাল চত্বরে একইসঙ্গে পাঁচটির বেশি বেসরকারি অ্যাম্বুলেন্স না রাখার সিদ্ধান্ত নেওয়া হয়।

সভায় জানানো হয়, সিলেট বিশ্ববিদ্যালয়ের ১ হাজার ২০০ শয্যাবিশিষ্ট একটি হাসপাতাল নির্মাণের বিষয় প্রক্রিয়াধীন আছে।

এ সময় ভার্চ্যুয়ালি সংযুক্ত ছিলেন- পররাষ্ট্রমন্ত্রীর সহধর্মিনী ও এ মেডিক্যাল কলেজ হাসপাতালের ব্যবস্থাপনা কমিটির সদস্য সেলিনা মোমেন, সিলেট সিটি করপোরেশনের মেয়র আরিফুল হক চৌধুরী, সিলেটের বিভাগীয় কমিশনার, পুলিশ কমিশনার, সিলেট এম এ জি ওসমানী মেডিক্যাল কলেজ ও হাসপাতালের পরিচালক এবং ব্যবস্থাপনা কমিটির সদস্য সচিব।

6 responses to “ওসমানী মেডিক্যাল ৯০০ থেকে ২০০০ বেডে উন্নীতকরনের সিদ্ধান্ত”

  1. … [Trackback]

    […] Read More here on that Topic: doinikdak.com/news/18299 […]

  2. … [Trackback]

    […] Info to that Topic: doinikdak.com/news/18299 […]

  3. cicloane says:

    … [Trackback]

    […] Here you will find 66055 additional Info on that Topic: doinikdak.com/news/18299 […]

  4. … [Trackback]

    […] There you will find 43670 additional Information on that Topic: doinikdak.com/news/18299 […]

  5. fenix168 says:

    … [Trackback]

    […] Here you can find 6450 additional Info to that Topic: doinikdak.com/news/18299 […]

  6. … [Trackback]

    […] There you will find 75891 additional Information to that Topic: doinikdak.com/news/18299 […]

Leave a Reply

Your email address will not be published.